আজ বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) লালমনিরহাটে ঘুষ নেয়ার সময়পল্লী বিদ্যুত সমিতির দুই প্রকৌশলীকে এক লাখ ৪০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে । লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা চৌধুরী জানান,
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে দুদক রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোজাহার আলী সরকার বড়বাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় বিদ্যুতের কাজের জন্য গ্রাহকের কাছে ঘুষ নেওয়ার সময় তাদের আটক করা হয়।
এছারাও তাদের ব্যবহৃত পাজেরো গাড়িটিও জব্দ করা হয়।আটকরা হলেন- লালমনিরহাট কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মমিনুর রহমান ও একই অফিসের সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম।
সুত্রঃ বাংলানিউজ