এইমাত্র পাওয়াঃ ঘুষ নেওয়ার সময় পল্লী বিদ্যুতের দুই প্রকৌশলীকে হাতেনাতে ধরলো ‘দুদক’

আজ বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) লালমনিরহাটে ঘুষ নেয়ার সময়পল্লী বিদ্যুত সমিতির দুই প্রকৌশলীকে এক লাখ ৪০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে । লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা চৌধুরী জানান,

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে দুদক রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোজাহার আলী সরকার বড়বাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় বিদ্যুতের কাজের জন্য গ্রাহকের কাছে ঘুষ নেওয়ার সময় তাদের আটক করা হয়।

এছারাও তাদের ব্যবহৃত পাজেরো গাড়িটিও জব্দ করা হয়।আটকরা হলেন- লালমনিরহাট কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মমিনুর রহমান ও একই অফিসের সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম।

সুত্রঃ বাংলানিউজ