বিমান সফরেই খুলল্লাম খুলা যৌনতা। পাশের ভ্রমণসঙ্গীর মোবাইল ক্যামেরায় শুট হচ্ছে গোটা কেচ্ছা! তবুও হুশ নেই যুগলের। বিমানেই চলছে উদ্যাম যৌনতা।
মেক্সিকোর বিমানের এই সেক্স ভিডিও এখন ফেসবুকের ট্রেন্ডিং তালিকায় সবার শীর্ষে। গোটা বিশ্বে ভাইরাল হয়েছে এই যুগলের যৌন দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই তা ৪০ লাখ ‘ভিউয়ার’ পেয়েছে।
এই ভিডিও পোস্ট করায় অনেকেই আবার ক্ষুব্ধ। প্রতিবাদীদের অনেকেই তাদের ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এই ভিডিও অবশ্যই ‘মজার’ কিন্তু এভাবে যুগলের অন্তরঙ্গ মুহূর্ত লেন্সবন্দি করা অনুচিত। এটা কেবল অনুচিতই নয়, বেআইনিও।
অনেকে আবার বলছেন, যৌন ক্রিড়া’র ছবি তোলা অপরাধ হলেও যারা এই কর্ম করছিলেন তাদেরও উচিত ছিল গোপনীয়তা বজায় রাখা।
আমেরিকার সিলভার এয়ারওয়েস (যেখানে ঘটনাটি ঘটেছে) এই ঘটনার কড়া নিন্দা করে জানিয়েছে, এমন কাণ্ডকে তারা সমর্থন করে না। এমনই আরেক ঘটনা হই চই ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানেও একই রকমভাবে বিমানের মধ্যেই সেক্স করতে দেখা যায় মদ্যপ যুগলকে।