ইনস্টাগ্রামে এই মূহূর্তে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ফলোয়ার দুই কোটি ৩০ লাখেরও বেশি। এত ফলোয়ার থাকার কারণে ভারতীয় অধিনায়ক কোটি কোটি টাকা আয় কারার সুযোগ পাচ্ছেন। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে একটা পোস্ট থেকেই প্রায় কোটি টাকা আয় করছেন হালের সেরা ক্রিকেট তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, কোহলির ব্র্যান্ড ভ্যালু এখন এতটাই যে, ইনস্টাগ্রামে একটা পোস্ট করলেই তাঁর আয় হয় এক লাখ ২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুন্দ্রায় যার পরিমাণ ৯৮ লাখ ২০ হাজার টাকার মতো।
ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে সবচেয়ে বেশি আয় করে থাকেন রিয়াল মাদ্রিদ ছেড়ে সদ্য জুভেন্টাসে যোগ দেওয়া পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এই খাত থেকে তিনি আয় করেন ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। ব্রাজিলীয় তারকা নেইমার ৬ লাখ এবং আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ৫ লাখ মার্কিন ডলার আয় করে থাকেন ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েই।