ফিফার বর্ষসেরার তালিকায় নেইমার নেই!

আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। গত এক বছরে ভালো করা ১০ ফুটবলার এই তালিকায় জায়গা পেয়েছেন, তবে ব্রাজিলীয় তারকা নেইমার নেই এই তালিকায়।

আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে এ বছরের ফিফার ‘দ্য বেস্ট’ ফুটবলারের নাম।

এবার দর্শকদের ভোটে নির্বাচিত হবেন বর্ষসেরা ফুটবলার। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিস্টয়ানো রোনালদোর পাল্লা এবারও ভারি। এ ছাড়া ফ্রান্সের কিলিয়ান এমবাপে, আতোয়োন গ্রিজম্যান ও রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী লুকা মদ্রিচদের মধ্য থেকে কেউ একজন জিতলে অবাক হওয়ার কিছু থাকবে না।

মনোনীত ১০ ফুটবলার : ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), আতোয়োন গ্রিজম্যান (আতলেতিকো মাদ্রিদ), এডেন হ্যাজার্ড (চেলসি), হ্যারি কেন (টটেনহ্যাম),কিলিয়ান এমবাপে (পিএসজি), লিওনেল মেসি (বার্সেলোনা), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), মোহাম্মদ সালাহ (লিভারপুল), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ)।

মনোনীত ১০ কোচ : মাসিমিলিয়ানো অ্যালেগ্রি (জুভেন্টাস), স্তানিস্লাভ চেরচেশভ (রাশিয়া), জ্লাতকো দালিচ (ক্রোয়েশিয়া), দিদিয়ের দেশম (ফ্রান্স), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), ইয়ুর্গেন ক্লপ (লিভারপুল), রবার্তো মার্তিনেজ (বেলজিয়াম), ডিয়েগো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), গ্যারেথ সাউথগেট (ইংল্যান্ড), আর্নেস্তো ভালভার্দে (বার্সেলোনা) ও জিনেদিন জিদান (রিয়াল মাদ্রিদ)।