প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করে রাখতেন প্রেমিকা। সেই ভিডিও দেখিয়ে বিভিন্ন সময় বড় অঙ্কের অর্থ আত্মসাৎ ও পুলিশের হুমকি দেওয়ায় আত্মহত্যা করেছেন সৌরভ ঘোষ (২২) নামে এক তরুণ।
ঘটনাটি ঘটেছে কলকাতার সোনারপুরে। গত বৃহস্পতিবার কলকাতার হৃদয়পুরে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সৌরভ। গতকাল মঙ্গলবার গভীর রাতে তার গলিত লাশ উদ্ধার করা হয়। লাশের সঙ্গে একটি চিঠিও উদ্ধার করেছে পুলিশ।
আত্মঘাতী হওয়ার আগে চিঠিতে পূজা নামে এক তরুণী তার জীবন নষ্ট করেছে জানিয়ে সৌরভ লিখেছেন; ‘আমি আর থাকতে পারছি না। পূজা (প্রেমিকা) আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার বাড়ির সব সম্মান নষ্ট করেছে। আমি যখন ওর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলাম, আমি ওকে ভালবাসতাম। পূজা শারীরিক সম্পর্কের ভিডিও দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করত। আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে।’
চিঠিতে বন্ধুদের কাছেও বার্তা দিয়েছেন সৌরভ। তিনি লিখেছেন, ‘আমার কিছু হয়ে গেলে আমার দাদা, আমার পরিবারকে দেখিস তোরা। আমার মা-বাবার পাশে থাকিস। আমাকে ক্ষমা করিস।’
পূজা তাকে কিভাবে ব্ল্যাকমেইল করত তা-ও লিখেছেন সৌরভ। তাদের মধ্যে হওয়া শারীরিক সম্পর্কের ভিডিও করতো পূজা। পরে সেটি দেখিয়ে বিভিন্ন সময় বড় অঙ্কের টাকা চেয়ে নিত সে। এমনকি টাকা না দিলে ভিডিও পুলিশকে দেখিয়ে তার বিরুদ্ধে মামলাও করবে বলে হুমকি দিত।
পূজার সঙ্গে সঙ্গে তার পরিবারও সৌরভকে হুমকি দিত। তাদের মেয়ের সঙ্গে রেজিস্ট্রি করতে তাকে চাপ দেওয়া হয়। পূজাও তার হাতের শিরা কেটে আত্মহত্যার হুমকি দিত। রাস্তাঘাটে তার ভাইয়েরা সৌরভকে পেটাতেন, বাবা-মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। এত কিছু সহ্য না করতে পেরে আত্মহত্যার পথ খুঁজে নিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন সৌরভ।
কলকাতার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সোনারপুরেরই বাসিন্দা পূজা দাস নামের এক তরুণীর সঙ্গে বছর খানেক আগে পরিচয় হয় সৌরভের। পরে ফোনালাপের মাধ্যমে প্রেম হয় দুজনের। একাধিকবার শারীরিক সম্পর্কও হয় তাদের। এ সময় নিজেদের যৌন সংসর্গ ভিডিও করে রাখতেন পূজা। পরে সেটি দেখিয়ে প্রতারণা করত সে। এমনকি সামাজিকমাধ্যম ফেসবুকেও সৌরভের ‘মানহানি’ করে পূজা।
সোনারপুর পুলিশ জানিয়েছে, সৌরভের লাশ উদ্ধারের পর ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরিবারের সঙ্গে কথা বলেও উদ্ধার করা চিঠির সত্যতা মিলেছে। তাদের দাবি সৌরভকে ফাঁসানো হয়েছে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে পূজা ও তার পরিবার। এ বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় একটি মামলাও দায়ের করেছে সৌরভের পরিবার। শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ।