যে সকল ব্যক্তিরা ইসলামের দৃষ্টিতে সৌভাগ্যবান

অনেক মুসলমানই মনে করেন যে, প্রচুর টাকার মালিক হওয়া মানে সৌভাগ্যবান হওয়া। আবার অনেকেই ভাবেন অনেক ক্ষমতা থাকার নামই হলো সৌভাগ্যবান হওয়া।

কিন্তু ইসলামের দৃষ্টিতে এই শ্রেণীর ব্যক্তি সৌভাগ্যবান নয়। এ প্রসঙ্গে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মনেপ্রাণে, বিশ্বাসের সঙ্গে একবার কালেমা পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে।’ বস্তুত একজন মানুষের জন্য চিরস্থায়ী জীবনে অনন্তকালের জন্য জান্নাত লাভের চেয়ে বড় আর কিছু হতে পারে না। সেই হিসেবে বলা যায়- ঈমান হলো মানুষের বড় সম্পদ। ঈমান লাভ ভাগ্যের বিষয়। মুসলমান হতে পারা ভাগ্যের ব্যাপার। এ গর্বের কথাই ধ্বনিত হয়েছে পবিত্র কোরআনে কারিমের এ আয়াতে। ইরশাদ হয়েছে, ‘এবং সে বলে আমি তো মুসলমান।’ -সূরা হা মিম সিজদা: ৩৩