বর্তমানে আমাদের দেশে প্রতিদিনই ঘটে চলেছে নানান ধরনের অপকর্ম। গত ৮ জুলাই বিকাশের খোয়া যাওয়া ২৩ লাখ টাকার মধ্যে প্রায় ২১ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করেছে ফরিদপুর জেলা পুলিশ। এই ঘটনায় টাকা আত্মসাত করার অভিযোগে বিকাশের কর্মীসহ দুইজনকে টাকাসহ আটক করা হয়েছে।
আটককৃতরা হলো বিকাশের সরবরাহকারী প্রতিষ্ঠান টিএসআর ট্রেডিং এর ডিএসও মশিউর রহমান সুমন। এবং অপর জন মশিউরের স্ত্রীর ভাই মো. আহাদ। মশিউর নগরকান্দা থানার মধ্যজগদিয়া এলাকার সরোয়ার মিয়ার ছেলে এবং আহাদ সালথা উপজেলার বঙ্গরদিয়া এলাকার সিরাজ মোল্লার ছেলে।
টিএসআর ট্রেডিং এর পরিচালক অহিদুজ্জামান রিপন জানান, গত ৮ জুলাই মশিউরকে ভাঙ্গায় ব্যাংকে পাঠানো হয় ২৩ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে নগরকান্দা অফিসে জমা দেয়ার জন্য।পরে মশিউর টাকা উত্তোলন করে নগরকান্দা অফিসের সামনে মটরসাইকেল রেখে অফিসে না এসে নিরুদ্দেশ হয়ে যায়।
পরে তার আর কোন খোঁজ না পেয়ে সন্দেহ হলে প্রথমে নগরকান্দা থানায় সাধারণ ডায়েরি ও পরে মামলা করা হয়।ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, গত ৮ জুলাই ফরিদপুরের ভাঙ্গা থেকে বিকাশের ২৩ লাখ টাকা তুলে পালিয়ে যায় কর্মী মশিউর।
তিনি জানান, এই ঘটনায় সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জিএম আজিজুর রহমান একটি মামলা দায়ের করে। অন্যদিকে মশিউরের স্ত্রী আরেকটি মামলা দায়ের করেন এই বলে যে তার স্বামীকে টাকাসহ কিডন্যাপ করা হয়েছে।পুলিশ প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে একাধিক জায়গায় অভিযান চালিয়ে অবশেষে গত রাতে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে মশিউরকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্য মোতাবেক ঢাকায় তার স্ত্রীর বড় ভাই মো. আহাদের কাছ থেকে ২১ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় আহাদের কাছ থেকে ৭০ হাজার টাকা মূল্যমানের একটি ল্যাপটপও জব্দ করা হয়।নগরকান্দা থানার অফিসার ইন চার্জ লূৎফর রহমান জানান, বিকাশের পক্ষ থেকে করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে। উদ্ধারকৃত টাকা আদালতের মাধ্যমে মালিককে ফেরত দেয়া হবে বলেও জানান তিনি।