দলকে শক্তিশালী করে জয় ছিনিয়ে আনতে বাংলাদেশ থেকে উড়িয়ে নেওয়া হচ্ছে আরো দুই ক্রিকেটারকে

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শেষ হলেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে থেকে এই ফরম্যাটে ভিন্নতা থাকায় দলকে শক্তিশালী করে জয় ছিনিয়ে আনতে বাংলাদেশ থেকে উড়িয়ে নেওয়া হচ্ছে আরো দুই ক্রিকেটার সৌম্য সরকার ও আরিফুল হককে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা দেবেন সৌম্য সরকার ও আরিফুল হক।

সৌম্য সরকার ওয়ানডেতে ফর্মে না থাকলেও টি-টোয়েন্টি বেশ ভালো ফর্মে রয়েছেন। তামিমের সঙ্গে উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো এনে দিতে পারলে ম্যাচটা গেইলদের জন্য সহজ হবে না।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৩১ জুলাই বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টায় সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ দুটি যথাক্রমে ৪ আগস্ট ও ৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৬ টায় অনুষ্ঠিত হবে ফ্লোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল স্টেডিয়ামে।