সৌদি থেকে শাহ আলমের লাশ দ্রুত আনার আশ্বাস

‘সৌদিতে নিহত সন্তানের লাশ আনতে ভিক্ষা করছেন মা’ এই শিরোনামে মঙ্গলবার খবর প্রকাশের পর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে লাশটি দ্রুত দেশে আনার ব্যাপারে নিহতের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে। মঙ্গলবার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের এ আশ্বাস দেয়া হয়।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক (তথ্য ও গণসংযোগ) জাহিদ আনোয়ার বলেন, নিউজটি দেখে ওই পরিবারকে ফোন করে তাদের সঙ্গে কথা বলেছি। তাদেরকে জানিয়েছি, বিষয়টি আমরা অবগত আছি। সরকারিভাবে নিহতের লাশ দেশে আনা হবে। সে প্রক্রিয়া চলছে। তারা যেন কোনো জায়গায় টাকার জন্য না যান, সে পরামর্শও দিয়েছি। পাশাপাশি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার (ইউএনও) সঙ্গেও কথা বলেছি।

তিনি জানান, কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশিদের লাশ দেশে আনার বিষয়ে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কথা বলা হয়েছে। লাশ ফেরতের বিষয়ে সৌদি আইন অনুযায়ী, একটি দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। দূতাবাসকে বলেছি, নিয়োগকর্তা না পাওয়া গেলে শাহ আলমসহ পাঁচ বাংলাদেশির লাশ দেশে আনার সব খরচ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বহন করবে। দ্রুতই শাহ আলমসহ পাঁচ বাংলাদেশিদের লাশ দেশে আনা হবে বলেও জানান এ কর্মকর্তা।

তিনি জানান, প্রবাসে বাংলাদেশি কর্মীরা মারা গেলে বা নিহত হলে তাদের লাশ আনার জন্য সরকারের একটি তহবিল রয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এই তহবিল থেকে সব খরচ বহন করে দেশে লাশ আনার ব্যবস্থা করা হয়।

সূত্র: যুগান্তর