সম্প্রতি গুগল, ফেসবুক, মাইক্রোসফট ও টুইটার ডাটা ট্রান্সফার নিয়ে একটি নতুন প্রকল্পে একত্রিত হয়েছে। প্রকল্পে ডাটা স্থানান্তর করার বিভিন্ন উপায় নিয়ে নতুন পরিকল্পনার ডিজাইন করা হয়েছে। একটি ব্লক পোস্টে গুগল তাদের ব্যবহারকারীদের উদ্দেশ্যে ডাটা ট্রান্সফারের সরাসরি সুবিধার কথা বর্ণনা করেছে। এই সুবিধার করাণে একজন অন্যজনকে কোনো প্রকার ডাউনলোড বা আপলোড ছাড়াই সরাসরি ডাটা আদান-প্রদান করতে পারবে। সিস্টেমটির বর্তমান সংস্করণে ছবি, মেইল, ফোননম্বর, এসএমএস-সহ বেশ কয়েকটি সেবায় ডাটা স্থানান্তরের সুবিধা ভোগ করা যাবে। এই সেবাগুলো আপাতত গুগল, মাইক্রোসফট, টুইটার, ফ্লিকার, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ভোগ করতে পারবে। এদের মধ্যে অনেকগুলো সার্ভিসের জন্য ডাটা স্থানান্তর ভিন্ন উপায়েও করা যায়। কিন্তু ব্যবহারকারীদের প্রত্যাশা এটিআইএস প্রযুক্তি ব্যবহারের ফলে আরো দ্রুতগতিতে এই সেবাটি পাওয়া যেতে পারে। মাইক্রোসফট আরো বেশি প্রচেষ্টার জন্য অনেকগুলো কোম্পানিকে আহ্বান জানায়। এপিআইএস প্রযুক্তিতে কোড ভিত্তিক ডাটা স্থানান্তরে ইনস্টাগ্রমের ডাটা ফ্লিকারের উপযোগী করে তোলা যাবে। বিভিন্ন কোম্পানির ডাটা ট্রান্সফারের সহজ উপায় নিয়ে ইতোমধ্যে এই প্রকল্পে নিয়োজিত ইজ্ঞিনিয়াররা একটি সিস্টেম তৈরি করেছে। প্রতিবার ডাটা স্থানান্তরের জন্য ফরওয়ার্ড কী-নম্বর কপি করে তা প্রদান করে। উল্লেখযোগ্যভাবে সিস্টেমটি একবার ডাটা স্থানান্তর করলে অনেকগুলো এপিআইএসে তা সংরক্ষণ করে রাখতে সক্ষম। ‘পোর্টাবিলিটির আগামীতে আরো সহজ ও উন্মুক্ত করা দরকার’ বলেও একটি বিবৃতি প্রকাশ করে জোটবদ্ধ কোম্পানিগুলো। তারা আরো জানায়, আমাদের প্রত্যাশা হলো প্রকল্পটির মাধ্যমে ডাটা আমদানি ও রপ্তানিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গুগল ও মাইক্রোসফটের ইজ্ঞিনিয়াররা ডাটা সহাজে ট্রান্সফার নিয়ে অনেক কাজ করেছে যা আগামীতে এই প্রকল্পে কাজে আসবে।