সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির করুণ মৃত্যু

দেশ থেকে বিদেশে পাড়ি জমান পরিবারের মুখে হাসি ফুটাতে,পরিবারের কথা চিন্তা করে নিজের দুঃখ কষ্ট ভূলে গিয়ে নানা ধরনের ঝুর্কিপূর্ণ কাজ করে পরিবারকে বুঝতে দেইনা যে তারা কষ্টে থাকে।আর যদি দেশে ফিরে সেই সন্তান লাশ হয়ে সেটা পরিবারের জন্য কতটা কষ্টের ।এমনি এক সৌদি প্রবাসী অকালে ঝরে গেল তার প্রাণ।

নামাজ পড়তে গিয়ে আর ফেরা হল না আল আমিনের।সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি মারা গেছেন। রোববার (২২ জুলাই) দেশটির স্থানীয় সময় রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম আল আমিন নূর কারীম (৪৪)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের সাত বাড়ীর আবুল খায়েরের ছেলে।

আল আমিন নূর কারীমের সহকর্মী অন্য বাংলাদেশীরা জানান, পেট্রোল পাম্প থেকে এশার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এখন তার লাশ তুয়েল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

দীর্ঘ ১৩ বছর সৌদি আরবে কাজ করছিলেন আল আমিন। তার মৃত্যুতে জেদ্দার তুলেল এলাকার প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।তবে কবে তার লাশ দেশে ফিরে আসবে এ ব্যপারে কিছু জানা যায়নি।