যখন কোন বাংলাদেশি নাগরিককে সৌদি আরব হতে বাংলাদেশে ফেরত যেতে হয় এবং তার কাছে বৈধ পাসপোর্ট থাকেনা বা নতুন পাসপোর্ট সংগ্রহ করার মত সময় থাকেনা এমতাবস্থায় জরুরী ভিত্তিতে বাংলাদেশে ফেরত যাওয়া সহজতর করার জন্য জরুরী অবস্থা বিবেচনা করে সৌদি আরব হতে বহিঃগমন ভিসা (Exit visa) থাকা বা পাওয়ার নিশ্চয়তা থাকলে দূতাবাস হতে আউট পাস প্রদান করা হয়। এটা সাধারন কারন তবে আরো কিছু কারনে আউট পাস ইস্যু করা হয়।
যেসব প্রবাসীর জেল/ডিপোর্টেশন সেন্টার/ সেফ হাউজ এ আটক থাকেন এবং তাদের কাছে পাসপোর্ট থাকেনা এক্ষেত্রেও দূতাবাস হতে বিনামূল্যে আউটপাস প্রদান করা হয়। এছাড়া মৃতমৃত বাংলাদেশি নাগরিকদের
৪- জেল/ডিপোর্টেশন সেন্টার/সেফ হাউজ এ আটক নয় এমন বাংলাদেশি নাগরিকদের অনুকূলেও জরুরী প্রয়োজনে দূতাবাস হতে আউটপাস প্রদান করা হয়। (এক্ষেত্রে সংশ্লিষ্ট বাংলাদেশি নাগরিককে দূতাবাসে স্বয়ং উপস্থিত হয়ে আবেদন করতে হয় এবং নির্ধারিত ফি প্রদান করতে হয়।)
৫- অনেকেই মনে করে থাকেন যে দূতাবাস হতে আউট পাস সংগ্রহ করলেই সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি দেশে ফেরত যেতে পারবেন যা একটি ভূল ধারনা। সৌদি আরব হতে ফেরত যেতে হলে বহিঃগমন ভিসা (Exit visa) বা “বয়ানুস সাফার” অবশ্যই থাকতে হয়। শুধুমাত্র আউটপাস প্রাপ্তি সৌদি আরব থেকে দেশে ফেরত যাওয়ার নিশ্চয়তা প্রদান করেনা।
৬- জেল/ডিপোর্টেশন সেন্টার/সেফ হাউজ এ আটক ব্যক্তিদের এবং মৃত বাংলাদেশি নাগরিকদের আউট পাস বাংলাদেশ দূতাবাস রিয়াদ এর অধিনস্থ শ্রম কল্যাণ উইং ইস্যু করে থাকে। অন্যান্য ক্ষেত্রে আউট পাস বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং ইস্যু করে থাকে।
৭- সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট/আউটপাস ইত্যাদি সেবা প্রদানের জন্য শুধুমাত্র বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা এই দুইটি অফিস রয়েছে। এ ছাড়া আর কোন শাখা অফিস বর্তমানে নেই। তাই এই দুই অফিসের বাহিরে অন্য কোথাও হতে জাল আউটপাস সংগ্রহ করা বা করার চেষ্টা করলে সৌদি আইন শৃংখলা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হাতে আটক হলে জেল-জরিমানা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
৮- যদি কখনো সৌদি সরকার অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার আওতায় জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যাওয়ার জন্য সাধারণ ক্ষমা ঘোষনা করে তখন যে সকল প্রবাসী বাংলাদেশীদের বৈধ পাসপোর্ট সাথে থাকেনা তাদের জন্য দূতাবাস জরুরী ভিত্তিতে আউটপাস প্রদান করে থাকে।
** এ বিষয়ে কোন কিছু জানার প্রয়োজন হলে দুতাবাসে উপস্থিত হয়ে বা টেলিফোনে বিস্তারিত জানা যেতে পারেঃ
রিয়াদস্থ দুতাবাসের ফোন নম্বরঃ 0114195300, ফ্যাক্সঃ 0114192380
