সৌদিতে প্রথমবারের মতো শুরু যা সার্ভিসটি শুরু করলো

সৌদি আরবে দেশটির প্রথম ‘স্মার্ট ফার্মেসি’ উদ্বোধন করা হয়েছে। কিং ফাহাদ হাসপাতালে বৃহস্পতিবার রোবটচালিত এ ফার্মেসি উদ্বোধন করা হয়। খবর আরব নিউজের।

তাবুক অঞ্চলের গভর্নর প্রিন্স ফাহাদ বিন সুলমান তাবুক এলাকার ডিরেক্টর অব হেলথ অ্যাফেয়ার্স ঘুরমাল্লা বিন আব্দুল্লাহ আল ঘামদীকে সঙ্গে নিয়ে এ ফার্মেসি উদ্বোধন করেন।

নতুন এ স্মার্ট ফার্মেসিতে ওষুধ বিক্রি করার জন্য রয়েছে রোবট। নিয়োজিত রোবট ঘণ্টায় এক হাজার ৫০০ প্যাকেট ওষুধ সরবরাহ এবং ২০ হাজার প্যাকেট ওষুধ সাজানোর কাজ করতে পারবে। এই রোবট স্বয়ংক্রিভাবে মাদক শনাক্ত করতে পারবে।

রোবট ১ ঘণ্টা ২৪০টি প্রেসক্রিপশন পড়তে পারবে। এর মাধ্যমে ক্রেতাদের সময় নষ্ট করে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।