সিঙ্গাপুরে ভয়াবহ সাইবার হামলা, ১৫ লাখ মানুষের তথ্য চুরি

সিঙ্গাপুরের সরকারি স্বাস্থ্যসেবার ডাটাবেজে হামলা চালিয়ে দেশটির প্রধানমন্ত্রী সহ ১৫ লাখ মানুষের তথ্য চুরি করে নিয়েছে হ্যাকাররা। হামলাকারীরা বিশেষ করে দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুঙ এর ব্যক্তিগত তথ্যাদি টার্গেট করে বারবার হামলা চালায়। এছাড়া তাকে কী ধরনের ওষুধ দেওয়া হয়েছে সেসব তথ্য চুরি করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তাদের প্রধানমন্ত্রীকে দুবার ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়েছে। এই হামলায় সিঙ্গাপুরে কর্মরত আছেন বা চিকিৎসা করাতে যান এমন বাংলাদেশি নাগরিকদের তথ্যও চুরি হয়ে থাকতে পারে। সিঙ্গাপুরের জনসংখ্যার এক চতুর্থাংশের সমান সংখ্যক মানুষের তথ্য চুরি করা হয়েছে এই হামলায়। ২০১৫ সালের ১ মে থেকে ২০১৮ সালের ৪ জুলাই সময়কালের মধ্যে যারা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন তাদের তথ্য চুরি করা হয়েছে।

রোগীদের নাম-ঠিকানা এবং কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে কী ওষুধ দেওয়া হয়েছে সে সংক্রান্ত তথ্য চুরি করা হয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ ৬০ হাজার বহিরাগত রোগীর তথ্যও চুরি করা হয়েছে। যাদের মধ্যে অনেক বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গত ২৭ জুন থেকে ৪ জুলাইয়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে। সিঙহেলথ সার্ভিসের একটি ম্যালওয়্যার প্রবেশ করিয়ে এই হামলা চালায় হ্যাকাররা। হামলার বিষয়টি ধরা পড়ার পর সিঙহেলথ কর্তৃপক্ষ তাদের ২৮ হাজার কম্পিউটারে তাদের কর্মীদের প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করেছে।