হজযাত্রীদের সাদর সম্ভাষণ জানানোর জন্য সমুদ্রবন্দর, বিমানবন্দর এবং দেশের মধ্যকার ক্রসিং পয়েন্টগুলোতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর।
পাসপোর্ট অধিদপ্তরের প্রধান মেজর জেনারেল সুলায়মান আল ইয়াহিয়া বলেন, হজযাত্রীদের নির্বিঘ্নে প্রবেশে সহায়তা করতে দক্ষ জনবল মোতায়েন করা হয়েছে প্রবেশদ্বারগুলোতে।
তিনি আরো বলেন, এমনকি তাদের হাতে উন্নতি প্রযুক্তিও দেওয়া হয়েছে, যাতে করে তারা স্বল্প সময়ে পাসপোর্টসহ যাবতীয় বিষয়াদি যাচাই করে দেখতে পারে।
তিনি আরো বলেন, জেদ্দায় বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দর এবং মদীনায় প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পাসপোর্ট ডেস্কে এক মিনিটের বেশি সময় কারো লাগবে না।
এমনকি মক্কা সড়কে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে ব্যাপারেও খেয়াল রাখা হচ্ছে। ওই সড়ক দিয়ে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার হজযাত্রীরা যাতায়াত করার কারণে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। এবার সে ধরনের ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে খেয়াল রাখা হচ্ছে।