ভারতে খাদে বাস পড়ে অন্তত ১০ যাত্রী নিহত এবং কমপক্ষে নয় জন আহত হয়েছেন। উত্তরাখন্ডের সূর্যধরে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
যাত্রীসহ উত্তরাখন্ড পরিবহন নিগমের একটি বাস হৃষিকেশ-গঙ্গোত্রী হাইওয়ে ধরে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর সেখানে পুলিশ ও উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ করছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই বাসে ২৫ জন যাত্রী ছিলেন। কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়৷।যদিও পুলিশের ধারণা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। আহত বাস যাত্রীদের উদ্ধারে প্রথম এগিয়ে আসে স্থানীয়রা।
এদিকে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দু’লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন। এছাড়া আহতদের দ্রুত চিকিৎসা দেয়ার জন্য হেলিকপ্টারে করে তাদেরকে হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।