জনগণই দু’দেশের সম্পর্কের ঘনিষ্ঠতার মূল ভিত্তি : হর্ষবর্ধন শ্রিংলা

ভারত-বাংলাদেশের জনগণই দুই দেশের সম্পর্কের ঘনিষ্ঠতার মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বুধবার (১৮ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দুই দিনব্যাপী ভারতীয় শিক্ষামেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দুই দেশের সম্পর্কের আজ সোনালী অধ্যায় রচিত হয়েছে। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও উন্নয়নে ভারত সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ভারত সরকার বিশেষ সুবিধা দিচ্ছে। এছাড়াও সম্পর্ক সম্প্রসারণে ভিসা জটিলতা নিরসন করেছে ভারত সরকার। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভারতের যেকোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সর্বনিম্ন তিন বছরের ভিসা দেয়া হচ্ছে।

বাংলাদেশের শিক্ষার্থীদের ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা দিতে ঢাকা ও চট্টগ্রামে ভারতীয় শিক্ষামেলার আয়োজন করা হয়েছে। ঢাকায় দুই দিনব্যাপী মেলায় ৪২টি শিক্ষা প্রতিষ্ঠান যোগ দিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ চলবে। শিক্ষামেলায় অংশ নিয়ে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা বিস্তারিত জানতে পারবেন।