সৌরজগত নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। এ নিয়ে বহু আগেই গবেষণা শুরু করেছে নাসা। আর তারই জের ধরে এবার মঙ্গলে দেখা মিলল মাকড়সার ঝাঁকের!
গত ১৩ মে তোলা এই ছবি এবার সামনে নিয়ে এলো নাসা। ছবিতে মঙ্গলের দক্ষিণ মেরুতে এই মাকড়সার ঝাঁককে দেখে চমক লাগবে। তবে আসলে ওই ছবিতে যাদের দেখা যাচ্ছে তারা আদৌ মাকড়সা নয়।
নাসার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ওই ছবি। সেখানেই রহস্য ফাঁস করে জানানো হয়েছে, ওই মাকড়সা আসলে কার্বন ডাই অক্সাইডের আইস ক্যাপ। শীতকালে ওই অঞ্চলে মাকড়সা-চিহ্ন তৈরি হয়েছিল। শীত চলে গিয়ে বসন্তকাল এলে সূর্যের আলোয় ধীরে ধীরে দাগগুলো ফুটে উঠতে থাকে মঙ্গলের মাটিতে। সেই ছবিই ধরা পড়েছে নাসার ক্যামেরায়। দেখে মনে হচ্ছে বুঝি মাকড়সার ঝাঁক চলেছে সার বেঁধে।