কোরবানির ঈদকে সামনে রেখে আগামী ১০ আগস্টের মধ্যে ভাঙাচোরা সব সড়ক মহাসড়ক মেরামতের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে ঢাকা চট্টগ্রাম রোডে মেঘনা ব্রিজের সাইট অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন মন্ত্রী।
একই সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসন এবং দুর্ঘটনারোধে মনিটরিং জোরদারের নির্দেশ তিনি। এ ছাড়া সড়ক মহাসড়কের পাশে কুরবানির পশুর হাট বসানো যাবে না বলেও নির্দেশনা দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আমরা চেষ্টা করলে যানজটকে নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু দুর্ঘটনার ব্যাপারটা এড়ানো যাচ্ছে না। কারণ দুর্ঘটনার ব্যাপারটা আমাদের সিরিয়াসভাবে ভাবতে হবে। মন্ত্রণালয় থেকে মনিটরিং এর ব্যবস্থাটা ঈদের আগের দিন পর্যন্ত থাকে, সেই মনিটরিং ব্যবস্থা ঈদের পরে আর থাকে না।
সেতুমন্ত্রী আরো বলেন, সবাইকে বলবো মনোযোগ দিতে, যেন দুর্ঘটনা আমরা এড়াতে পারি। দুর্ঘটনার কারণগুলো দূর করতে পারি। বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করতে হবে। এবং মালিক-শ্রমিকদের কাউন্সিলিং করতে হবে। ঈদের আগে চালকদের নিয়ে আলাদা বসুন। তাদেরকে রাস্তাঘাট সম্পর্কে আইডিয়া দিন।