কবি শরীফ সাথীর দুটি কবিতা
পাল তোলা নাও
শরীফ সাথী
ফুরফুরে হীম বাতাসে পাল তোলা নাও
নিদারুণ সুখে ভেসে চলে নদীর মায়াবীনি বুকে ৷
দু”চোখ ভরে দেখা এমন স্বপ্ন কল্পনা কার না স্মৃতিপটে জমা নেই?
হৃদয়ের মণিকোঠার উঁকিভূত সে স্বপ্ন আজ বাস্তবতার
দোলাচালে দোল খায় হয় সুখের, না হয় দুখের ৷
জীবন্ত চাওয়াগুলো সবার যদি পূরণ হতো
গর্ববোধ করে সমাজ কি তৃপ্তির ঢেঁকুর তুলতো?
না প্রতিহিংসায় লিপ্ত হতো? বাস্তবতা কত কথা বলে?
তবুও স্বপ্ন সুখের পাল তোলা নাও ….চলে
বঙ্গ
শরীফ সাথী
নয়ন ভরে বাংলাদেশের প্রকৃতির রঙ দেখে
সবুজ শ্যামল কমল বনের রঙিন ছবি এঁকে
দৃষ্টি মেলে মিষ্টি করে হেসে যায়,
মমতার এই বঙ্গ ভালো বেসে যায় ৷
বঙ্গ বুকে আছে সুখে নদী জল, ফুল ফল
বৃক্ষডালে নৃত্য তালে
মন্দ ভুলে ছন্দ তুলে পাখি ডাকে অনর্গল
সুবাসমাখা শীতল বায়ুই উড়িয়ে মন
জুড়িয়ে ক্ষন
প্রাণোচ্ছলে ভেসে যায়,
মমতার এই বঙ্গ ভালো বেসে যায় ৷