গত শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউন্সে “ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)” এর এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় ডুসাক সভাপতি আহমেদ নয়ন এর সভাপতিত্বে এবং সাধরন সম্পাদক মো: শফিকুল ইসলামের সঞ্চলনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডুসাকের অন্যতম উপদেষ্টা অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহজাহান সাজু এছাড়াও উপস্থিত ছিলেন ডুসাক উপদেষ্টা আব্দুল মান্নান, মোঃ তরিকুল ইসলাম, জাহাঙ্গির আলম,সাঈদ সিদ্দিক সুইট,কাজী সদরুল উলা বাবু, মোঃ হাসানুজ্জামান পলাশ সহ ডুসাকের সকল কার্যকরী সদস্য এবং সাধারন ছাএছাএীবৃন্দ। সভা থেকে ২০১৮- ২০১৯ ডুসাক কার্যকরী পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।এছাড়াও আগামী ঈদুল -আযহা পরবর্তী চুয়াডাঙ্গাতে গ্রান্ড পূর্ণমিলনী উদযাপন করার উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।গ্রান্ড পূর্ণমিলনীতে ইভেন্ট হিসাবে চুয়াডাঙ্গাতে শিক্ষা র্যালী, আলোচনা সভা,মধ্যাহ্ণ ভোজ, বিকালব্যাপী মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় ডুসাকের অন্যতম উপদেষ্টা শাহজাহান সাজু বলেন, বরাবরের ন্যায় ডুসাক সাধারন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে এবং চুয়াডাঙ্গার সাধারন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করবে। (ঢাবিতে ডুসাকের সাধারণ সভা অনুষ্ঠিত)