মিলনের আগে টয়লেটে যান! জেনে নিন, কী বলছে বিজ্ঞান, ভয়ঙ্কর বিপদ

মিলনের আগে টয়লেটে যান- যৌ’নতা নিয়ে অনেক ভুল ধারণা কাজ করে। এর মধ্যে অন্যতম প্রশ্ন, যৌ’নমিলনের আগে টয়লেটে যাওয়া উচিত কিনা!

মিলন বা যৌ’নতা নিয়ে একাধিক ভুল ধারণা রয়েছে। কিন্তু নিউ ইয়র্কের ইউরোলজিস্ট ডেভিড কফম্যান সম্ভবত সব থেকে বড় ভুল ধারণাটি ভাঙলেন। কফম্যান বলছেন, তাঁর যুক্তি মহিলাদের ক্ষেত্রে আরও বেশি করে প্রযোজ্য।

কী বলছেন কফম্যান? তাঁর কথায়, ‘‘অনেকেই, বিশেষ করে মহিলারা মনে করেন, যৌ’নতার আগে প্রস্রাব করে নেওয়া ভাল। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা।’’

কেন এ কথা বলছেন কফম্যান? তাঁর যুক্তি, ‘‘ মিলন-এর আগে প্রস্রাব করলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে।’’ কীভাবে? কফম্যান বলছেন, ‘‘প্রস্রাবের পরে সে’ক্স করলে, ভ্যাজাইনাল ব্যাকটিরিয়া ইউরেথ্রাতে চলে যেতে পারে।

এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।’’ তবে পরে প্রস্রাব করলে সেই সব ব্যাকটিরিয়া বেরিয়ে আসে। সেই কারণে মিলন-এর পরে প্রস্রাব করা সব সময়েই ভাল।