এক নির্মাণ শ্রমিককে বাঁচাতে গিয়ে সৌদি প্রবাসীসহ ২ ভাইয়ের মৃত্যু!

ঘটনাটি ঘটেছে চট্রগ্রামে। নির্মাণ শ্রমিকরা সব সময়ই তাদের জীবনের ঝুঁকি নিয়েই কাজ করে। বিশেষ করে বহুতল ভবনের। প্রায়ই দেখা যায় কোন ত্রুটির জন্য নির্মাণ শ্রমিক মারা গেছেন। তবে এবার নির্মাণ শ্রমিককে গিয়ে জীবন দিলেন কয়েকজন।

চট্রগ্রামের হাটহাজারীতে নবনির্মিত পাকাঘরের বেইজ ঢালাইকালে অসাবধানতাবশত বিদ্যুৎতাড়িত নির্মাণ শ্রমিককে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

রোববার উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের জব্বারহাট সংলগ্ন আব্বাস তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উক্ত এলাকার আবু আহমদের বড় ছেলে মধ্যপ্রাচ্য সৌদি আরব প্রবাসী নজরুল ইসলাম (৩৭) ও কনিষ্ঠ ছেলে সাইদুল ইসলাম রোকেল (২৬)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আবু আহমদের নবনির্মিত পাকাঘরের বেইজ ঢালাইয়ের কাজ চলছিল। বেলা ১১টার দিকে আইয়ুব আলী (৩৬) নামে এক নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি) অসাবধানতাবশত বিদ্যুৎতাড়িত হন।

এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মধ্যপ্রাচ্য প্রবাসী নজরুল ইসলাম ও তার ছোট ভাই সাইদুলও বিদ্যুৎতাড়িত হন। একই সময় আরও দুই নির্মাণ শ্রমিক মো. নজরুল (২২) ও বোরহান (৩২) আহত হন।

মুমূর্ষু অবস্থায় তাদেরকে স্থানীয় নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম ও সাইদুলকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদ সুলতানা জানান, নজরুল ইসলাম ও সাইদুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পরে এই ব্যপারে হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।