স্থূলকায় নারীদের মধ্যে বিকিনি কেনার প্রবণতা গত দু’বছরে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। জনপ্রিয় অনলাইন রিটেইলার ‘সিম্পলি বি’ গত দু’বছরে তাদের বিকিনি বিক্রির রেকর্ড থেকে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশে প্রতিষ্ঠানটি তাদের ব্যবসা চালাচ্ছে।
সিম্পলি বি জানিয়েছে, গত দু’বছরে তাদের অনলাইন স্টোরে বড় সাইজের টু-পিস বিকিনি বিক্রি ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অনলাইন রিটেইলার ওয়েবসাইটটিতে আগে সবচেয়ে বেশি বিক্রি হতো ১৮ সাইজের বিকিনি। গত দু’বছরে ২০ সাইজের বিকিনি বেশি বিক্রি হয়েছে।
প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা লরা ম্যাকডোনাল্ড আইরিশ মিরর পত্রিকাকে বলেন, ‘বড় সাইজের বিকিনি বিক্রি বেড়েছে দেখে খুব ভালো লাগছে। এটা প্রমাণ করে অনেক নারীই এখন নিজের শরীর নিয়ে হীনম্মন্যতায় না ভুগে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের শরীরের মেদ দেখাচ্ছে।’
নারীদের এ প্রথা ভেঙে সামনে আসায় প্লাস সাইজ বিকিনির বাজারে বড় আলোড়ন সৃষ্টি হয়েছে, এ বাজার আরও সম্প্রসারিত হয়েছে, নতুন নতুন প্রতিষ্ঠান প্লাস সাইজ বিকিনি বাজারে আনছে। সুইমস্যুট মডেল হান্টার ম্যাকগ্রাডিও তার নিজের বিকিনির ব্র্যান্ড বাজারে আনছেন।
হান্টার বলেন, ‘প্লাস সাইজ বিকিনির বিক্রিকারী প্রতিষ্ঠানগুলো মনে করে প্রচারণাই সব। কিন্তু আসলে এটি সত্য নয়। প্রতিটি নারীরই নিজেকে উত্তেজক ও আত্মবিশ্বাসী হিসেবে তুলে ধরার সুযোগ থাকা উচিত।’