জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২০১ রানে জয় পেয়েছিল পাকিস্তান। তবে আজ দ্বিতীয় ম্যাচে ফের মুখোমুখি হবে দু’দল। বুলওয়েতে বাংলাদেশ সময় দুপুর ১.১৫ টায় শুরু হবে ম্যাচটি।

অতীত বলছে, বুলওয়ের পিচ ব্যাটসম্যানদের জন্য বেশ সহায়ক। তাই বলা যায়, গত ম্যাচের ন্যায় আজও ব্যাট হাতে বাহাদুরি দেখানোর সুযোগ পাবেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। বিশেষ করে প্রথম ওয়ানডে ম্যাচে দাপট দেখানো ইমাম উল হক ও ফখর জামান একটু বাড়তি সুবিধা পাবেন। অর্থাৎ আজ চার রানের খরা কাটতে পারে আসিফ আলীর। প্রথম ম্যাচে চার রানের জন্য কাঙ্ক্ষিত অর্ধশতক পূর্ণ হয়নি তার। কিংবা বাবর-মালিকের সুযোগ থাকবে ইনিংসটাকে আরো বড় করার।

এক নজরে দেখে নেয়া যাক কেমন হতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের একাদশ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আযম, শোয়েব মালিক, আসিফ আলী, সফরাজ আহমেদ, সাদাব খান, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির ও উসমান খান।

প্রসঙ্গত, এখন পর্যন্ত ৫৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে পাক-জিম্বাবুয়ে। যার ৪৮টিতে জিতেছে পাকিস্তান। বাদ বাকি চারটিতে জিতেছে জিম্বাবুয়ে।