ইসলাম ও নৈতিক শিক্ষা
মিজানুর রহমান, সহকারি শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ১০০
১। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর
দাও। ২´১৫=৩০
ক) ইমান শব্দের অর্থ কী?
খ) মুমিন কাকে বলে ?
গ) তাখাল্লাকু বি আখলাকিল্লাহ শব্দের
অর্থ কী ?
ঘ) ইসলাম কী?
ঙ) আসমাউল হুসনা কী ?
চ) ওয়াল্লাহু আলীমুন হালীম অর্থ কী ?
ছ) আল্লাহ সর্বদ্রষ্টা বলতে কী বোঝায় ?
জ) আল্লাহ কেন সর্বশক্তিমান ?
ঝ) নবি ুরাসুলগণের জীবনের লক্ষ্য কী ?
ঞ) আখিরাতের প্রতি ইমান বলতে কী
বোঝায় ?
ট) মান রাব্বুকা এখানে রাব্বুকা অর্থ কী ?
ঠ) ইবাদাত কাকে বলে ?
ড) আসসালাতু ইমাদুদ দ্বীন এখানে ইমাদ শব্দের অর্থ কী ?
ঢ) চরিত্রকে আরবিতে কী বলে ?
ণ) লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস অর্থ কী ?
২। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ১২ টি) ১ ´১২=১২
১. আল্লাহর সকল সৃষ্টির মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ ও……।
২. মানুষের অধিকারকে…… বলা হয়।
৩. যারা কাজ করে, তারা তোমাদের……।
৪. চেষ্টা ও শ্রম…… চাবিকাঠি।
৫. …..আল্লাহ তায়ালার একটি বিশেষ গুণ।
৬. …… ইমানের অঙ্গ।
৭. হযরত আব্দুল কাদির জিলানী (র) ……জন্য বাগদাদে গমন করেন।
৮. সন্তান জন্মের…… দিনে আকিকা করতে হয়।
৯. মুসলিমদের ত্যাগের মহিমায় উজ্জীবিত করে……।
১০) কুরবানি করতে হয় জিলহজ মাসের ১০ থেকে….. তারিখের মধ্যে।
১১) হজের প্রথম কাজ হলো……।
১২) পৃথিবীর প্রাচীনতম ইবাদাত খানা……।
১৩) মুসলিম চরিত্রে থাকবে…… ভয়।
১৪) জান্নাত হলো…… সুখের স্থান।
৩। বাম পাশের সাথে ডান পাশের মিল করো। ২´৫=১০
বাম ডান
১. তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক, যার চরিত্র
২. যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না আল্লাহ তার প্রতি
৩. আমাদের জন্মভূমির নাম
৪. যে ক্ষমা করল তার জন্য আল্লাহর কাছে
৫. আমরা সকলে ডাস্টবিনে
৬. তোমরা ভালো কাজে
দয়া দেখান না
পুরস্কার রয়েছে
ময়লা ফেলব
সহযোগিতা করবে
সবচেয়ে সুন্দর
বাংলাদেশ
একে অপরকে
পরের অংশ আগামীকাল
বিজ্ঞান
চাঁদের আকার-আকৃতি পরিবর্তনের কারণ হলো চাঁদের দশার পরিবর্তন
হিমন এডওয়ার্ড গমেজ , সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা
ঋতু পরিবর্তন কেন হয়? পাঁচটি বাক্যে ব্যাখ্যা করো।
উত্তর : ঋতু পরিবর্তনের কারণ—
১.পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়।
২.সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে।
৩.যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়।
৪.যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে সে অংশে তখন শীতকাল। শীতকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত নিচে অবস্থান করে। এ সময় উত্তর গোলার্ধে সূর্য তীর্যকভাবে কিরণ দেয়।
৫.এক গোলার্ধে গ্রীষ্মকাল হলে বিপরীত গোলার্ধে তার উল্টো ঘটনা ঘটে অর্থাত্ বিপরীত গোলার্ধে তখন শীতকাল হয়।
তোমার দেশে বিভিন্ন ঋতু বিরাজ করে, এক ঋতু পরিবর্তিত হয়ে অন্য ঋতু আসে। ফলে সূর্যের অবস্থান কখনো খাড়া বা কখনো তীর্যক হয়। এই ঋতু পরিবর্তন কিসের ফলে কীভাবে ঘটে? সূর্যের উক্ত অবস্থান যে ঋতুতে বিরাজ করে সে সম্পর্কে লেখ।
উত্তর : ঋতু পরিবর্তন বার্ষিক গতির ফলে হয়। পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধে খাড়াভাবে কিরণ দেয়। ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। শীতকালে উত্তর গোলার্ধে সূর্য তীর্যকভাবে কিরণ দেয়। ফলে দিনের চেয়ে রাত বড় এবং তাপমাত্রা হ্রাস পায়।
রুমা প্রায়ই রাতে ছাদে গিয়ে চাঁদ পর্যবেক্ষণ করে। সে লক্ষ্য করলো চাঁদের উজ্জ্বল অংশের আকার-আকৃতি একেক দিন একেক রকম হয়। এরূপ হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর : রুমার পর্যবেক্ষণকৃত ঘটনায় চাঁদের উজ্জ্বল অংশের আকার-আকৃতি পরিবর্তনের কারণ হলো চাঁদের দশার পরিবর্তন।
চাঁদকে কখনো বড় আবার কখনো ছোট এবং কখনো গোলাকার বা অর্ধ-গোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে। চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময়ই আলোকিত। কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়।
বাংলা
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
স্মরণীয় যাঁরা চিরদিন
প্রশ্ন-৫। শহীদ সাবের কে ছিলেন? তিনি কীভাবে শহিদ হন?
উত্তর: তত্কালীন সময়ে ‘দৈনিক সংবাদ’ ছিল প্রগতিশীল মুক্তচিন্তা প্রকাশকারী একটি সংবাদপত্র। এ সংবাদপত্রের নিয়মিত সাংবাদিক ছিলেন শহীদ সাবের। এছাড়াও তিনি ছিলেন একজন প্রখ্যাত লেখক।
২৫শে মার্চ রাতে শহীদ সাবের বাসায় যেতে পারেননি। পত্রিকা অফিসেই ঘুমিয়ে পড়েন। মাঝরাতেই শুরু হয় পাকিস্তানিদের হত্যাযজ্ঞ। তারা ‘দৈনিক সংবাদ’ অফিসে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে পুড়েই মারা যান প্রখ্যাত সাংবাদিক ও লেখক শহীদ সাবের।
প্রশ্ন-৬। রণদাপ্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়?
উত্তর: সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন রণদাপ্রসাদ সাহা।
রণদাপ্রসাদ সাহা ছিলেন অত্যন্ত দয়ালু মানুষ। তিনি মানুষের কল্যাণ করতে ভালোবাসতেন। ভালোবাসতেন মানুষকে। মানুষের কল্যাণের জন্য তিনি নিজেকে সপে দিয়েছিলেন। নানাভাবে মানুষের উপকার করতেন। আর বিপদে মানুষ তাঁর কাছে ছুটে এলে কেউ কখনো নিরাশ হত না। এ কারণেই মানুষ তাকে দানবীর বলে ডাকত।
সারা জীবন মানুষের মঙ্গল ও কল্যাণ সাধনের জন্য রণদাপ্রসাদ সাহা শ্রম দিয়ে গেছেন।
প্রশ্ন-৭। কয়েকজন শহিদ সাংবাদিকদের নাম বলি ও তাঁদের সম্পর্কে লিখি।
উত্তর: ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানিরা এদেশের অনেক মেধাবী সাংবাদিককে হত্যা করেছিল। তাঁদের মধ্যে অন্যতম হলেন, শহীদ সাবের, সেলিনা পারভীন ও মেহেরুন্নেসা।
শহীদ সাবের: বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক ও লেখক শহীদ সাবের। তত্কালীন সময়ে তিনি লেখনীর মাধ্যমে মানুষের মুক্তি ও কল্যাণের জন্য কাজ করতেন। প্রগতিশীল মুক্তচিন্তা প্রকাশকারী ‘দৈনিক সংবাদ’ এর সাংবাদিক ছিলেন শহিদ সাবের। ২৫শে মার্চ রাতে ‘দৈনিক সংবাদ’ এর অফিসে আগুন লাগিয়ে দিলে আগুনে পুড়ে তাঁর জীবনাবসান ঘটে।
সেলিনা পারভীন: সেলিনা পারভীন ছিলেন একজন প্রখ্যাত সাংবাদিক। প্রগতিশীল চিন্তা-চেতনার অধিকারী সেলিনা পারভীন ছিলেন ‘দৈনিক সংবাদ’ এর অকুতোভয় সাংবাদিক। নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করে এ সাংবাদিক দেশের জন্য অকাতরে জীবন উত্সর্গ করেছেন। তাই বলা যায়, মুক্তিযুদ্ধে তার অবদান অবিস্মরণীয়।
মেহেরুন্নেসা: মেহেরুন্নেসাও ছিলেন ‘দৈনিক সংবাদ’ এর সাংবাদিক। তেজস্বী এই সাংবাদিক একজন ভালো কবি হিসেবেও পরিচিত ছিলেন। মাত্র পঁঁঁচিশ বছর বয়সে দেশের জন্য প্রাণ দেন এই মেধাবী সাংবাদিক। পরিপূর্ণ বিকশিত হওয়ার আগেই, অর্থাত্ কুঁড়িতেই যেন ঝরে গেল একটি গোলাপ। তাই বলা যায়, মুক্তিযুদ্ধে তার অবদান অবিস্মরণীয়।
২৫শে মার্চের ভয়াল রাতে শহীদ সাবের, সেলিনা পারভীন ও মেহেরুন্নেসার মতো আরো অনেক সাংবাদিক শহিদ হন। আমরা তাঁদের কখনো ভুলবো না।