শিরোপার যুদ্ধে ফ্রান্স-ক্রোয়েশিয়ার লড়াই শুরু

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে যেন অন্যরকম আবহ বিরাজ করছে। রাশিয়া বিশ্বকাপে শিরোপার যুদ্ধে নামছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। তারুণ্যে উজ্জীবিত ফ্রান্স এবং সোনালি প্রজন্ম নিয়ে আসা ক্রোয়েশিয়ার এই লড়াইয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত গোলশূন্য সমতায় চলছে খেলা।

ক্রোয়েশিয়া জিতলে বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন দেখতে পাবে ফুটবল বিশ্ব। আর ফ্রান্স জিতলে দীর্ঘ ২০ বছর পর আবার শিরোপার উল্লাস করবে তারা। ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

অবশ্য পরিসংখ্যানে এগিয়ে আছে ফ্রান্স। তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। ১৯৯৮ সালের পর ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে ফাইনালে উঠেও ইতালির কাছে হেরে যায় তারা।

সে হিসেবে পিছিয়ে ক্রোয়োশিয়া, প্রথমবার ফাইনালে উঠেছে তারা। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এসে তারা বুঝিয়ে শিরোপা জেতার যোগ্য তারাও।

আর গ্রুপ পর্বে নাইজেরিয়াকে ২-০, আর্জেন্টিনাকে ৩-০ এবং আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের সেরা শেষ ষোলোতে আসে ক্রোয়েশিয়া।

আর ফ্রান্স গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারায় এবং পেরুর বিপক্ষে ১-০ গোলে জেতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেনমার্কের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা।

ফ্রান্সের সম্ভাব্য একাদশ : লরিস, উমিতিতি, ভারানে, হার্নান্দেজ, পাভার্ড, কান্তে, মাতুইদি, পগবা, এমবাপে, গ্রিজম্যান, গিরুদ।

ক্রোয়েশিয়ার সম্ভব্য একাদশ : সুবাসিচ, ভিদা, লভরেন, স্ট্রিনিচ, ভার্সালিকো, ব্রোজোভিচ, রাকিটিচ, মড্রিচ, পেরিসিচ, রেবিচ, মান্দজুকিচ।