ভিসার চুক্তিতে উল্লেখিত অথবা কর্মস্থল থেকে প্রাপ্ত বেতনের চেয়ে বেশি টাকা দেশে পাঠালেই প্রবাসী কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদেশি শ্রমিকদের দেশে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে এ রকম একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে সৌদি অর্থ মন্ত্রণালয়।
এই আইন অনুযায়ী সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা জ্ঞাত আয় বহির্ভূত অতিরিক্ত কোন অর্থ দেশে প্রেরণ করতে পারবেন না। আইন প্রণয়নের পক্ষে যুক্তি হিসেবে সৌদি কর্তৃপক্ষ জানায়, তারা লক্ষ্য করেছেন যে, প্রবাসীরা তাদের আয়ের অতিরিক্ত অর্থ রেমিটেন্স হিসেবে নিজ দেশে প্রেরণ করেন যা হয় গোপন কোন উৎস অথবা অন্য কোন অবৈধ পন্থায় অর্জন করা। এখন থেকে অভিবাসীদের সকল আয় ব্যাংকের সাথে যুক্ত থাকতে হবে। সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে এর ওপর নজরদারি করা হবে।
এদিকে সৌদি সরকারের এই নতুন আইনের খবরে হতাশা প্রকাশ করেছেন প্রবাসীরা। তারা বলছেন কোম্পানিতে নির্ধারিত ডিউটির পর অবসর সময়ে বসে না থেকে পার্টটাইম কাজ করে উপার্জিত অর্থ দেশে পাঠানো নিশ্চয়ই অন্যায় কিছু নয়। অনেক প্রবাসী মনে করছেন এই আইন করে লাভ নেই। এর পরেও নিজ দেশে অতিরিক্ত টাকা পাটানোর পদ্ধতি আছে।