সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি বা বজ্রুসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৭ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন ২৭.৩ ডিগ্রি সে.। বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ১৯ কি.মি. আর সমতলের বায়ুচাপ থাকবে ৯৯৬.৩ এইচপিএ। সকালের আর্দ্রতা ৮১ শতাংশ আর বিকালের আর্দ্রতা হবে ৫৯ শতাংশ।

আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২০ মিনিটে আর সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে।