মেঘনায় গোসলে নেমে নিখোঁজ নটরডেমের দুই শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে গোসল করতে নেমে নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আজ শনিবার বিকেলে তাঁরা নিখোঁজ হন।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন ইসরাফুল মেহরাব (২২) ও ছাত্রী প্রাপ্তি (২১)।

নটরডেম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলভী জানান, ঢাকা থেকে আজ সকালে নটরডেম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্র ও দুইজন ছাত্রী আশুগঞ্জ সার কারখানায় দেখতে আসেন। এরপর দুপুর সাড়ে ৩টার দিকে তাঁরা আশুগঞ্জের মেঘনা নদীর চর সোনারামপুরে গোসল করতে নামেন। বিকেল ৫টার দিকে নদীর স্রোতে ইসরাফুল ও প্রাপ্তি তলিয়ে যান।

এ সময় সহপাঠীরা স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে ওই দুই শিক্ষার্থীকে উদ্ধার চেষ্টা করেন। এরপর তাঁরা ভৈরব ফায়ার সার্ভিসকে খবর দেন।

ভৈরব ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আজিজ বলেন, ‘খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কিন্তু দুই শিক্ষার্থীর খোঁজ পাওয়া যায়নি।’

কর্মকর্তা আরো বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে ডুবুরি আনা হচ্ছে। আবহাওয়া ভাল থাকলে রাতে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। আব্হাওয়া প্রতিকূলে থাকলে আগামীকাল রোববার সকালে উদ্ধার অভিযান চালানো হবে।’

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী বাইন হীরা বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। বৃষ্টির জন্য উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।’