মালয়েশিয়ায় দেহ ব্যবসার অভিযোগে বাংলাদেশী মেয়েসহ গ্রেফতার ২৭ জন

মালয়েশিয়ায় দেহ ব্যবসার অভিযোগে এবার বাংলাদেশী মেয়েকে গ্রেফতার করল ইমিগ্রেশন পুলিশ। বিভিন্ন সময়ে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং পুলিশের অভিযানে ইন্দোনেশিয়া , ভিয়েতনাম , থাইল্যান্ড সহ অন্যান্য দেশের মহিলাদের গ্রেপ্তারের ঘটনা ঘটলেও বাংলাদেশীদের বেলায় ছিল সামান্য ।

এবার সেই তালিকায় যোগ হলো বাংলাদেশের নাম । ১৪ জুলাই বিকাল ২ টার সময় মালয়েশিয়া কলকারখানা অধ্যুষিত প্রদেশ পেনাং শহরের ঘিওর টাউন জালান পেনাং নাইট ক্লাবে অভিযান চালিয়ে ২জন বাংলাদেশি মেয়ে , ইন্দোনেশিয়ার ১৫ মেয়ে এবং ১০ জন পুরুষ নাগরিক , বাংলাদেশ , মায়ানমার ও নেপালের নাগরিক সহ ২৭ জনকে গ্রেফতার করেছে ।

আটককৃতদের ব্যাপারে পেনাং ইমিগ্রেশনের প্রধান খাজা বাধানি মোহাম্মদ হানিফ বলেন , ঐ নাইট ক্লাবে দেহ ব্যবসার অভিযোগ জনসাধারনের পক্ষ থেকে জানানো হয় তারপরে আমরা আজ কিভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় । এদিকে বাংলাদেশী মহিলা গ্রেপ্তারের ঘটনায় প্রবাসী বাংলাদেশীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ।

পেনাং শহরের মুদি দোকান ব্যবসা সজিব জানান , আমাদের এদেশে বাংলাদেশী হিসেবে একটি সুনাম ছিল তা হল আমাদের দেশের মেয়েরা ভীষণ পর্দাশীল এবং দেহ ব্যবসার সঙ্গে যুক্ত না কখনো । কিন্তু আজ বাংলাদেশি মেয়েদের গ্রেপ্তার হওয়ার কারণে আমাদের অনেকটা সম্মান আনি হতে হবে এ দেশের মানুষের কাছে । এদিকে গ্রেপ্তারকৃত বাংলাদেশীদের এ রিপোর্ট লেখা পর্যন্ত নাম জানা সম্ভব হয়নি। আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়া ইমিগ্রেশন আইনে গ্রেফতার দেখানো হয়েছে ।