সেমিফাইনাল পর্যন্ত বিশ্বকাপের সেরা পাঁচটি গোল

ফুটবল গোলই আসল। অনেকটা রান্নায় নুনের মতো। যা না থাকলে বিস্বাদ লাগে ফুটবল। অতৃপ্তি থেকেই যায়। তাই ভক্তরা চাইবে গোল। কারণ গোল হওয়ার পূর্বক্ষণে বুঝা যায়। বল জালে জড়ানোর আগেই হৈ হুল্লুড় করে উঠে ভক্তরা।

এবারের বিশ্বকাপে যদিও অতৃপ্তির কোনো ব্যাপার নেই। রাশিয়া বিশ্বকাপের বাকি আর দুই ম্যাচ। তার মধ্যে হয়ে গিয়েছে ৬২ ম্যাচ। পরিসংখ্যান বলছে, মোট ১৬১ গোল হয়েছে এবার। ম্যাচ-প্রতি গড়ে গোল হয়েছে ২.৬। সবচেয়ে বেশি ১৪ গোল করেছে বেলজিয়াম। শনিবার তৃতীয় স্থানের ম্যাচে আরও গোল করতেই পারে এইডেন হ্যাজার্ডের দল।

যে কোনো বিশ্বকাপেই মনে রাখার মতো অজস্র গোল হয়। এবারও হয়েছে। কোনওটা দারুণ শট। কোনওটা দলগত প্রচেষ্টার ফসল। কোনওটা সেটপিস মুভমেন্ট থেকে। কোনওটা আবার কাউন্টার অ্যাটাক থেকে। কোনওটা অসাধারণ বুদ্ধিমত্তায়। কোনওটা দুর্দান্ত ড্রিবলে। কোনওটা রক্ষণের ব্যর্থতায়। কোনওটা গোলরক্ষকের ভুলে।

সেমিফাইনালের আগে পর্যন্ত এত গোলের মধ্যে সেরা পাঁচটিকে বেছে নেওয়া সহজ নয়। এই পাঁচের মধ্যে কোন গোলটি সেরা, জানাতে পারেন আপনারাও। গোনিউজ পাঠকদের সুবিধার জন্য বেচে নিয়েছে চলমান বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত সেরা পাঁচটি গোল।
এক নজরে চোখ বুলানো যাক:-

এক.নাসের শাদলি (বেলজিয়াম): নাসের শাদলি জাপানের বিরুদ্ধে অসধারণ একটি গোল করেছেন। যা এবারের আসরের সেরা গোল। এই গোলটি মূলত টিম গেমের ফসল।
দুই. ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল): স্পোনের বিরুদ্ধে ফ্রি-কিকে একটি অসাধরণ গোল করেন সি আর সেভেন। বাঁক খাওয়ানো শট হার মানায় স্পেন গোলকিপারকে।

তিন. ড্রায়েস মারতেন্স (বেলজিয়াম): কঠিন কোণ থেকে দুরন্ত ভলিতে পানামার বিরুদ্ধে গোল করেন ড্রায়েস মারতেন্স।

চার. বেঞ্জামিন পাভার্ড (ফ্রান্স): আর্জেন্টিনার বিপক্ষে প্রি-কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত শটে গোল করেন পাভার্ড।

পাঁচ. ডেনিস চেরিসেভ (রাশিয়া): কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করেন তিনি।