সিনেমায় নাম লেখালেন ওবায়দুল কাদের

মোঃ সালাহউদ্দিন আহম্মেদ: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপন্যাস লিখেছেন। ২০১৫ সালে তার লেখা বই বইমেলায় প্রকাশও হয়েছিল। তার চেয়ে বড় চমক সেই উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণ হবে। উপন্যাসটির নাম ‘গাঙচিল’। উপন্যাসের নামের সঙ্গে মিল রেখে চূড়ান্ত হয়েছে ছবির নাম। ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। আগামী নভেম্বরেই এর শুটিং শুরু হবে। ছবিতে নায়ক থাকবেন ফেরদৌস।

ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ থেকে চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের মারুফ রেহমান আর ভারতের প্রিয় চট্টোপাধ্যায়। চিত্রনাট্য পুরোপুরি শেষ হতে আরও কিছুটা সময় লাগবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ‘বেশ কিছুদিন আগে পরিচালক নেয়ামূল এসেছিল, সে আগ্রহ দেখিয়েছে। এরপর সে আরও কয়েকবার বিষয়টি নিয়ে কথা বলেছে। আমার এলাকায় গাঙচিল নামে একটা চর আছে। ওখানকার মানুষের জীবনের নানা বিষয় এই উপন্যাসে উঠে এসেছে। ওই এলাকার মানুষকে ঝড়, বন্যা আর জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়, সেটাই উপন্যাসে তুলে ধরেছি। ওখানে কয়েকটি এনজিও কাজ করছে। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে রোমান্টিকতা থাকবে এই গল্পে।

এর আগেও এই উপন্যাস থেকে সিনেমা নির্মাণের আগ্রহ দেখিয়েছিলেন পরিচালকরা। শেষমেষ সবকিছু ঠিকঠাক না হওয়াতে আর হয়নি। এবার নেয়ামূলের প্রস্তাবে সেতুমন্ত্রী খুশি হয়েছেন বলে তাকে নির্মাণের অনুমতি দিয়েছেন।