কে পাবে বিশ্বকাপ? আগেই বলে দিয়েছেন জ্যোতিষী

২০০৮, ২০১২, ২০১৬ পর পর তিন বছর আগাম জানিয়ে দিয়েছিলেন কোন দেশ পাবে ইউরো কাপ। শেষ তিন চ্যাম্পিয়নস লিগ কাদের দখলে যাবে সেটাও তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। মিলিয়ে দিয়েছেন এই বিশ্বকাপে আর্জেন্টিনার ভাগ্য। সবাই যখন মেসিকে নিয়ে নাচানাচি করেছেন তখন ভারতের জ্যোতিষী গ্রিনস্টোন লোবো বলে দেন কোনো রকমে কোয়ালিফাই করবে নীল-সাদা বাহিনী। একই ভাবে তিনি জানিয়ে রেখেছেন— কে পাবে এবারের বিশ্বকাপ।

জ্যোতিষী লোবোর কথা মতো বিশ্বকাপের ফাইনাল হয়ে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। উরুগুয়ে বনাম ফ্রান্স ম্যাচের দিনেই ঠিক হয়ে যায় কে হবে চ্যাম্পিয়ন। আসলে তিনি অনেক আগেই ভবিষ্যদ্বাণী করে রেখেছিলেন যে, উরুগুয়ে এবং ফ্রান্সের মধ্যে যে কেউ হবে ২০১৮ সালের চ্যাম্পিয়ন। আর সেই হিসেবে রোববারের (১৫ জুলাই) ম্যাচে জ্যোতিষ বিচারে ক্রোয়শিয়ার থেকে এগিয়ে ফ্রান্স।

গ্রিনস্টোন লোবো বলেন, গত তিন বার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কদের জন্ম হয়েছিল— ১৯৭৩, ১৯৮১ এবং ১৯৮৩ সালে। এই তিনটে বছরই নাকি জ্যোতিষ মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর এবার সেই ধারা বজায় রেখে উল্লেখযোগ্য বছরটি হল— ১৯৮৬। গ্রহের অবস্থান অনুযায়ী ১৯৮৩ সালের পরে এটাই গুরুত্বপূর্ণ বছর।

এই বিশ্বকাপে যে আটটি দল কোয়ার্টার ফাইনালে পৌঁছয় তার মধ্যে তিন দেশের অধিনায়কের জন্ম হয় ১৯৮৬ সালে। ফ্রান্সের হুগো লরিস, উরুগুয়ের দিয়েগো গোদিন এবং রাশিয়ার ইগর আকিনফিভ। তবে রাশিয়ার অধিনায়কের জন্ম সাল সৌভাগ্যের হলেও অন্যান্য কারণে রাশিয়াকে বিশ্বকাপের দৌড় থেকে বাদ রেখেছেন লোবো।

উরুগুয়ে বনাম ফ্রান্স কোয়ার্টার ফাইনালের আগেই তিনি বলেছিলেন— এই ম্যাচে যে দল জিতবে তাদের বিশ্বকাপ পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।