প্রভাব নেই ইরানের তেল বাণিজ্যে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানে তেল উত্তোলন ও রপ্তানিতে বড় কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী বিজান জাঙ্গানে। এদিকে যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে শুল্কারোপ করেছে চীন। এ কারণে দেশটি থেকে তেল কেনা বন্ধ করে দিচ্ছে চীনা কোম্পানিগুলো। তারা আফ্রিকা, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল কিনবে। বিজান জাঙ্গানে বলেন, মার্কিন হুমকি মোকাবিলার জন্য ইরান এরই মধ্যে একটি পরিকল্পনা নিয়েছে এবং সে পরিকল্পনা সফলতার সঙ্গে কাজও করছে। তেল উত্তোলন বাড়াতে সৌদি আরবের ওপর চাপ সৃষ্টির জন্য ইরানি মন্ত্রী ট্রাম্পের সমালোচনা করেন। তিনি বলেন, মার্কিন প্রচেষ্টার কারণে তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠবে। এ ধরনের চাপ তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের নীতিমালার বিরোধী।