বৃটিশ মিডিয়াকে খোঁচা দিলেন কলম্বিয়ানরা

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর বৃটিশ মিডিয়াকে কড়া জবাব দিয়েছেন ক্রোয়েশিয়ার লুকা মদরিচ। এবার বৃটিশদের খোঁচা দিলেন কলম্বিয়ানরাও। বৃটিশ মিডিয়াকে খোঁচা দিলেন কলম্বিয়ানরা।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও কলম্বিয়া। উত্তেজনাকর এই ম্যাচ শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে সেমিফাইনালে ওঠে ইংলিশরা। মাঠের উত্তেজনার সঙ্গে সেই ম্যাচেও বিতর্ক হয়েছে অনেক। বিতর্কটা শুরু করেছিল অবশ্য বৃটিশ মিডিয়াই।

ম্যাচের আগের দিন লাতিন আমেরিকান দলটিকে কোকেনের দেশ বলে বিখ্যাত বৃটিশ দৈনিক ‘দ্য সান’ লিড নিউজ করে। সেখানে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের বিশাল এক ছবি দিয়ে শিরোনাম দেয়, ‘থ্রি-লায়ন্সরা আজ এমন একটি জাতির মুখোমুখি হবে, কফির সঙ্গে দুনিয়ায় যাদের অবদান শুধু কোকেন।

সেই থেকেই বৃটেনের প্রতি ক্ষোভ ছিল কলম্বিয়ানদের। বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায়ের পর সানের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ঘৃণা প্রকাশ করছে কলম্বিয়ানরা। কেউ কেউ কেইনের সেই ছবির ওপর এডিট করে ‘হোম’ শব্দ বসিয়ে দিয়েছেন। কেউ বলেছেন, ‘গো হোম কেইন’। কেউ কেউ আবার মুচকি হাসির ইমোজি দিচ্ছেন।