দু:সংবাদ: প্রবাসীদের আরো কোনঠাসা করতে নতুন শ্রম মন্ত্রী নিয়োগ দিলো সৌদি বাদশা সালমান

কাউন্সিল অব সৌদি চেম্বার অব কমার্সের প্রধান আহমেদ বিন সুলাইমান আল-রাজির হাতে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আলি বিন নাসের আল-গাফিসের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। সৌদি বাদশাহ সালমান শনিবার নতুন শ্রমমন্ত্রীর নাম ঘোষণা করেন। এছাড়া সংস্কৃতির প্রসার ও পরিবেশ রক্ষায় নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। রাষ্ট্রায়াত্ত সংবাদমাধ্যমে রাজকীয় এই আদেশ প্রকাশ করা হয়।

যুগের সঙ্গে তাল মেলাতে সম্প্রতি দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘কট্টরপন্থা’ উপড়ে ফেলে ‘মধ্যপন্থার’ ইসলাম ধর্মে ফেরার অঙ্গীকার করেছেন। মধ্যপন্থি ইসলামের প্রত্যাবর্তনের মাধ্যমে তিনি আধুনিক সৌদি আরব গড়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন। এজন্য দেশটির হাজার হাজার বেকার তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা তাকে করতে হবে।গত কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবে বেকারত্বের সংখ্যা বাড়ছে। আগামী ২০২২ সালের মধ্যে ১২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্বের হার ৯ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে রয়টার্সকে জানান শ্রম মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

প্রবাসীদের আরো কোনঠাসা করে বিতাড়ন, নতুন নতুন ক্ষেত্রকে সৌদিকরণের আওতায় আনয়ন করে সৌদি আরবের যুবকদের কর্মসংস্থান বাড়ানোর টার্গেটে শ্রম মনন্ত্রনালয়ে সংযুক্ত করা হয় আহমেদ বিন সুলাইমান