‘বন্দুকযুদ্ধে’ বগুড়ার সেই তুফান-মতিনের ভাই পুতু নিহত

বগুড়ায় মাদক ব্যবসায়ীর দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ আলোচিত তুফান সরকারের ভাই পুতু সরকার (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত তিনটায় শহরের মালতিনগর ভাটকান্দি সেতুর পূর্বপাড়ে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা।

সম্প্রতি বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও মা-মেয়ের মাথা ন্যাড়া করে দেয়ার অভিযোগ ওঠে বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফানের বিরুদ্ধে। নিহত পুতু সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, ভাটকান্দি সেতুর কাছে মাদক ব্যবসায়ী দুই পক্ষের মধ্য বন্দুকযুদ্ধ হয়। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে সেখানে যায় জেলা পুলিশের একটি টহল দল। পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পাল্টা গুলি চালায় পুলিশও। পরে গুলিবিদ্ধ অবস্থায় পুতু সরকারকে উদ্ধার করা হয়।

এদিকে ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র, আটটি গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে স্থানীয় পুলিশ।

নিহত পুতু সরকারের পিতার নাম মজিবর রহমান এবং আলোচিত তুফান সরকার ও মতিন সরকারের ভাই। তার বাড়ি শহরের চক সূত্রাপুরে চামড়াগুদাম লেনে।