দারুন সুখবর ৪৮ হাজার টাকায় ১১০ সিসির মোটরসাইকেল দিচ্ছে হোন্ডা

সিডি ১১০ ড্রিম ডিএক্স’ নামে নতুন মোটরসাইকেল বাজারে এনেছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া।

শহরের বাইরে বিশেষ করে গ্রামের বাজার ধরতে হোন্ডা কম দামে নতুন এ মোটরসাইকেল বাজারে এনেছে।

নতুন এই বাইকের দাম ৪৮ হাজার ৬৪১ টাকা। বাইকটি মূলত কালো রঙের। এর সঙ্গে বিভিন্ন রংয়ের কম্বিনেশনে পাওয়া যাচ্ছে। যেমন- কেবিন গোল্ড, গ্রিন মেটালিক, গ্রে সিলভার মেটালিক, লাল এবং ব্লু মেটালিক।

১১০ সিসির ‘সিডি ১১০ ড্রিম ডিএক্স’ বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮৬ কিলোমিটার।