নেইমারের ‘গড়াগড়ি’ নিয়ে তৈরি হলো মোবাইল গেম

এই বিশ্বকাপে সবথেকে আলোচিত বোধহয় নেইমারই। না তার খেলার জন্য নয়। তাকে নিয়ে ট্রোলের জন্য। তার মাটিতে গড়াগড়ি দেওয়া ও প্লে অ্যাক্টিং নিয়ে অজস্র ট্রোল ছেয়ে গিয়েছে সোশ্যাল দুনিয়ায়। এবার বাজারে নতুন রোলিং নেইমার গেমসও।

ট্রোল, মিমের পর এবার মোবাইল গেম। স্মার্ট ফোনের প্লে স্টোরে গিয়ে ‌‘রোলিং নেইমার’ সার্চ করলেই হল। ফ্রি-তে ডাউনলোড করা যাবে রোলিং নেইমার গেমস। অনেকটা ছোটবেলায় খেলা গ্রিন লাইট, রেড লাইট গেমের মত। গেম শুরু হলেই দিতে হবে গড়াগড়ি। গড়াগড়ি দিয়ে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিতে পারেন। কিন্তু রেফারির চোখে পড়লেই হয়ে গেল! হেরে যাবেন আপনি। অবশ্য রেফারি অন্যদিকে ঘুরলে সেই ফাঁকে একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন। যত বেশি সময় ধরে গড়াগড়ি দিতে পারবেন, মিলবে তত বেশি পয়েন্ট।

গেমসের বর্ণনায় বলা হয়েছে, গড়াগড়ি দেওয়া ফুটবলের একটি সিগনেচার স্কিল। আর রেফারির দৃষ্টি আকর্ষণ করতে হলে আপনাকে যথেষ্ট স্কিলফুল হতে হবে।

গেমটি তৈরি করেছে হংকংয়ের একটি সংস্থা। ছুটি কাটানোর ফাঁকে নেইমারের চোখে কি পড়েছে তার সিগনেচার গেম? পড়লে একবার ইনস্টল করে খেলে দেখতেই পারেন ব্রাজিল সুপারস্টার।