আর্জেন্টিনা অধ্যায় শেষ হচ্ছে সাম্পাওলির

বিশ্বকাপে আর্জেন্টিনার বাজে পারফরম্যান্সের পর কোচ হোর্হে সাম্পাওলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে। তাকে ছাটাই করা হবে কিনা তা নিয়ে চলতে থাকে কানাঘুষা। পরে শোনা যায়, আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁকে।
তবে নতুন গুঞ্জন হলো আর্জেন্টিনার কোচ হিসেবে আর থাকছেন না সাম্পাওলি।

গত সোমবার এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকে করেন সাম্পাওলি। এরপরই শোনা যায়, আপাতত আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেবেন তিনি। ২৮ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত স্পেনের ভ্যালেন্সিয়ায় বয়সভিত্তিক দলের একটি টুর্নামেন্ট আছে। সেখানে কোচ হিসেবে সাম্পাওলির পারফরম্যান্স দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে এফএ।

তবে আর্জেন্টাইন গণমাধ্যমের সাম্প্রতিক খবরে বলা হচ্ছে, সাম্পাওলি নাকি আর থাকতে চাচ্ছেন না আর্জেন্টিনার সঙ্গে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, অনূর্ধ্ব-২০ দলের হয়ে টুর্নামেন্টে যাবেন না তিনি। কারণ, এ দায়িত্ব নেওয়া তাঁর মাপের কোচের সঙ্গে ঠিক যায় না। আর এই ঘটনার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নাকি তার সঙ্গে সব সম্পর্কই ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। আর এ সিদ্ধন্ত দ্রুতই নাকি জানিয়ে দেবে এএফএ।

এএফএর সঙ্গে সাম্পাওলির চুক্তি অনুযায়ী, মেয়াদের আগে চাকরীচ্যুত করা হলে তাকে ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। তবে, এএফএ এই বছর পর্যন্ত বেতন দিতে আগ্রহী।