এখনই যে নয়টি- ফেসবুক থেকে তথ্য লিক হওয়ার ঘটনার পর, বিশ্বজুড়ে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বর্তমানে প্রশ্নের মুখে। তথ্য লিক হওয়ার ঘটনার জেরে অনেকে ফেসবুক লাইভে হয়েছেন সরব। আবার অনেকে নিজের অ্যাকাউন্ট-ই করেছেন ডিলিট।
কিন্তু যারা এখনও এই দুটির একটিও করেননি, তাঁরা কী ভাবে নিজের ফেসবুক অ্যাকাউন্টের তথ্য বেহাত হওয়া থেকে নিজেকে বাঁচবেন! এর সন্ধান দেব আমরা। ৯-টি কাজ, যা করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আর কোনও ব্যক্তিগত তথ্য হবে না লিক। এখনই এই ৯টি তথ্য ডিলিট করুন ফেসবুক থেকে:-
জন্ম তারিখ
আপনার ফেসবুক অ্যাকাউন্টে থাকা জন্ম তারিখ এখনই ডিলিট করুন। কারণ আপনার জন্ম তারিখ থেকে সহজেই আপনার নাম, ঠিকানা বার করে নেওয়া যায়। এমনকি জন্ম তারিখের সাহায্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও থাবা বসাতে পারে হ্যাকাররা।