সন্দেহজনক অ্যাকাউন্ট ধরতে মেসেঞ্জারে নতুন ফিচার চালু করা হয়েছে

সন্দেহজনক অ্যাকাউন্ট – সন্দেহজনক ও ক্ষতিকর অ্যাকাউন্ট ধরতে ফেসবুকের মেসেঞ্জারে নতুন একটি ফিচার চালু করা হয়েছে। এ ফিচার দিয়ে অনাকাঙ্ক্ষিত বার্তা বাহককে ধরা যাবে বলে জানিয়েছে ফেসবুক।

খবর এনডিটিভির। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মাদারবোর্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, যখন এ ফিচারটি পূর্ণাঙ্গভাবে চালু হবে তখন এটি অপরিচিত বার্তা প্রেরক সম্পর্কে অতিরিক্তি তথ্য দেবে।

প্রসঙ্গত, কয়েক কোটি ব্যবহারকারীর তথ্য বেহাত হওয়ার ঘটনায় ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বেশ বেকায়দায় আছে ফেসুবক। এ ঘটনার পর থেকে ব্যবহারীদের তথ্যের সুরক্ষায় একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

ফেসবুকের মেসেঞ্জার টিমকে মাদারবোর্ডে জানিয়েছে, যারা পূর্বে কখনও একে অপরের সঙ্গে যুক্ত ছিল না, তারা যেন বিস্তারিত তথ্য পায় সে বিষয়ে কাজ করছি। ভুয়া তথ্য ব্যবহার করে যেসব ফেক অ্যাকাউন্ট থেকে গুজব ছড়ানো হয় সেসব অ্যাকাউন্ট ধরা হবে নতুন এই ফিচারের মাধ্যমে।