ফাইনালের আগে চূড়ান্ত লড়াইয়ের ঘোষণা এমবাপ্পে-পগবার

১২ বছর পর বিশ্বকাপ ফাইনাল খেলবে ফ্রান্স। শেষ এক দশকে বেশ কয়েকবার তীরে এসে তরী ডুবেছে দলটি। সেই ২০০৬ সালে ইতালির কাছে বিশ্বকাপ হাতছাড়া করে জিনেদিন জিদানের দল। ২০১৬ তে ইউরো কাপের ফাইনালেও ফ্রান্সকে থামিয় দেয় পর্তুগাল। তাই এবার বিশ্বকাপ জিততে মরিয়া দেশমের ছেলেরা। ফাইনালের আগে দলের তারকা ফুটবলার এমবাপ্পে-পগবা জানালেন চ্যাম্পিয়ন হওয়া নিয়ে তাদের স্বপ্নের কথা৷

মঙ্গলবার বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে ফ্রান্স৷ ‘লেজ ব্লুজ’দের হয়ে ম্যাচের একমাত্র গোল উমতিতির৷ দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে গ্রিজমানের কর্ণার থেকে ডিফেন্ডার উমতিতি’র হেডে এগিয়ে যায় ফ্রান্স। সেই গোলে ভর করেই ১-০ সেমিফাইনাল জিতল ফ্রান্স৷

সেমিফাইনাল জেতার পর ফ্রান্সের তারকা মিডফিল্ডার পগবা বলেন, ‘ম্যাচটা জিততে পেরে ভালো লাগছে কিন্তু এখনো একটা ধাপ বাকি৷ তবে আমাদের মনে রাখা উচিত এটা ইউরোর নয়৷ আমরা ইউরোর ফাইনাল খেলা সত্ত্বেও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ মিস করেছি৷ বিশ্বকাপে সেই ঘটনার পুনরাবৃত্তি হতে দেবো না।’

বিশ্বকাপের ফাইনালে পা রাখতে পেরে উচ্ছ্বসিত স্প্যানিশ ফরোয়ার্ড এমবাপ্পে বলেন, ‘আমি স্বপ্ন দেখতে ভালোবাসি কিন্তু এই স্বপ্নটা আমিও দেখিনি। এটা স্বপ্নের উর্ধ্বে। আমি হয়তো পুরো ব্যাপারটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এখনো শেষ ম্যাচ বাকি৷ চ্যাম্পিয়ন হতে গেলে এটাতেও আমাদের দারুণ পারফর্ম করতে হবে।’