এবার দর্শক মাতাবে দুই বাংলার ৮ ছবি

এবার দর্শক মাতাবে- চলতি মাসেই আশার আলো জ্বলতে যাচ্ছে চলচ্চিত্রাঙ্গনে। মুক্তি পেতে যাচ্ছে দুই বাংলার প্রায় ৮টি ছবি। ছবিগুলো হলো— ঢাকার মাহি-সাইমন অভিনীত ‘জান্নাত’, ফেরদৌস-নিঝুম রুবিনার ‘মেঘকন্যা’, রাহশান নূর ও টয়ার ‘বেঙ্গলী বিউটি’। এছাড়া গোলাম মোস্তফা শিমুল নির্মিত ‘মুখ ও মুখোশ’। এতে অভিনয় করেছেন কাজী রাজু, দীপান্বিতা মার্টিন, নাফিজা চৌধুরী নাফা, খায়রুল আলম সবুজ।

অন্যদিকে সাফটা চুক্তির অধীনে জাজ মাল্টিমিডিয়া আমদানি করেছে ৩টি কলকাতার ছবি। এগুলো হলো— জিৎ-বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সুলতান-দ্য সেভিয়ার’, সোহম-শ্রাবন্তী অভিনীত ‘পিয়ারে’ ও যশদাশ গুপ্ত ও সাঞ্জানা অভিনীত ‘ফিদা’।

চলতি মাসেই ছবিগুলো মুক্তি পাবে বলে জানা গেছে। অন্যদিকে কামাল কিবরিয়া লিপু এন ইউ ট্রেডার্সের মাধ্যমে আমদানি করেছেন শাকিব খান, শ্রাবন্তী ও পায়েল অভিনীত ‘ভাইজান এলোরে’ ছবিটি।

এটি বর্তমানে সেন্সর বোর্ডে জমা রয়েছে। এই ছবির আমদানিকারক সূত্রে জানা গেছে, সম্ভব হলে এ মাসেই ছবিটি মুক্তি দেওয়া হবে। ঈদ ছাড়া একসঙ্গে এগুলো ছবি সাধারণত এখন আর মুক্তি পায় না। অনেক দিন পর এক মাসে ৮টি ছবি মুক্তির খবরে স্বস্তি ফিরেছে মিডিয়া পাড়ায়।