রবীন্দ্রগল্পের নায়িকা…

তারিন টিভি নাটকের নন্দিত অভিনেত্রী, অনেকেই তাকে অভিনয়ের পাঠশালা বলেও আখ্যা দিয়ে থাকেন। তারিন অভিনীত নাটকে তার চরিত্র এখনো দর্শকের মনে নাড়া দিয়ে যায়। এটাও সত্য যে রবীন্দ্রনাথের গল্প নিয়ে যেসব নাটক নির্মিত হয়, সেসব নাটকে তারিনের উপস্থিতিও নাটক দেখার ক্ষেত্রে দর্শকের মধ্যে একটু বেশিই আগ্রহের সৃষ্টি করে। সম্প্রতি এমনই এক নাটকে অভিনয় করেছেন তারিন। লিখেছেন অভি মঈনুদ্দীন

অভিনয়ের পথে চলতে চলতে আমাদের অভিনয়ের দুনিয়ায় নিজেকে একজন ‘পথিকৃত্’-এ পরিণত করেছেন নন্দিত অভিনেত্রী তারিন। যে কারণে দর্শকের কাছে এখনো যেমন তার অভিনীত নাটকের প্রতি আগ্রহ রয়েছে, সেইসাথে নির্মাতাদেরও তারিনকে নিয়ে কাজ করার স্বপ্নবুননের বিষয়টি লক্ষ করা যায়। গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে জুনিয়র শিল্পীরা কাজ করতে সবসময়ই ভীষণ আগ্রহ প্রকাশ করেন। কারণ তাদের সঙ্গে অভিনয় করে জুনিয়র শিল্পীরা অভিনয় সম্পর্কে অনেক কিছুই জানতে পারেন, শিখতে পারেন। তারিন এদেশের নাট্যাঙ্গনের অন্যতম একজন গুণী শিল্পী। অনেকেই তাকে অভিনয়ের পাঠশালাও বলে থাকেন। তারিনের সঙ্গে এর আগেও নাটকে অভিনয় করেছেন এই প্রজন্মের দুজন দর্শকপ্রিয় শিল্পী ইরফান সাজ্জাদ ও তাসনুভা তিশা। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘ল্যাবরেটরী’ অবলম্বনে ‘ল্যাবরেটরী’ নাটকে তারিনের সঙ্গে অভিনয় করেছেন সাজ্জাদ ও তিশা। মাসুম রেজার নাট্যরূপে হাসান রেজাউলের নির্দেশনায় এই নাটকের কাজ গত দুদিনে শেষ হয়েছে রাজধানীর অদূরে গাজীপুরের খতিব খামারবাড়িতে। গত ২ জুলাই বিকেল পর্যন্ত বৃষ্টি হওয়ায় শুটিং শুরু করতে পরিচালক হাসান রেজাউলের বেশ খানিকটা দেরি হয়ে যায়। একই কারণে শুটিং শেষ করতেও সমস্যা হয়েছিল। ‘ল্যাবরেটরী’ নাটকে তারিন অভিনয় করেছেন সোহিনী চরিত্রে এবং সাজ্জাদ রেবতি ভট্টাচার্য্য চরিত্রে, তিশা নীলা চরিত্রে। নাটকটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন মানস বন্দোপাধ্যায়, আজাদ আবুল কালাম, রমিজ রাজুসহ আরও বেশ ক’জন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘রবীন্দ্রনাথের সৃষ্ট অনেক চরিত্রে এর আগে কাজ করেছি। তবে ‘সোহিনী’ চরিত্রে এবারই প্রথম আমার কাজ করা। এই নাটকে আমি পাঞ্জাবি এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আমাদের অনেক প্রতিকূলতা আছে, সময় স্বল্পতা আছে, বাজেট স্বল্পতা আছে। কিন্তু এতসব প্রতিকূলতা থাকার পরেও যখন একটি ইউনিটের সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজটি করেন, তখন আশা করতেই পারি যে কাজটি ভালো হওয়া উচিত বা ভালো হবে।’ ইরফান সাজ্জাদ বলেন, ‘তারিন আপুর সঙ্গে এর আগে তিন-চারজন নির্মাতার নির্দেশনায় কাজ করেছি। তিনি এমন গুণী একজন শিল্পী, এত বড় মাপের একজন শিল্পী যে তার সঙ্গে কাজ করার প্রতিটি মুুহূর্তেই আসলে অনেক কিছুই শেখার থাকে। ‘ল্যাবরেটরী’ নাটকেও আমি আবার নতুন করে অনেক কিছুই শেখার সুযোগ পেলাম।’ তাসনুভা তিশা বলেন, ‘তারিন আপু আমার ভীষণ প্রিয় একজন অভিনেত্রী। শুটিংয়ের সময় চরিত্রের প্রতি তার একাগ্রতা, কাজের প্রতি তার মনোযোগ এবং সর্বোপির প্রত্যেক সহশিল্পীর প্রতি আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে বারবার। তিনি আমাকে খুব স্নেহ করেন। তারিন আপুর সঙ্গে কাজ করতে পারাটা শিল্পী হিসেবে আমার অর্জনও বটে।’ নির্মাতা হাসান রেজাউল জানান রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ‘ল্যাবরেটরী’ নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।