ব্রেকিং ওয়ানডে ক্রিকেটে মাশরাফির পরির্বতে নতুন অধিনায়কের নাম ঘোষণা যিনি হচ্ছেন দলের নতুন অধিনায়ক

উইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের তিনটি পৃথক সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ক্যারিবীয় অঞ্চলে। অ্যান্টিগা টেস্টে লজ্জাজনক হারের পর টাইগাররা এখন গভীর মনোযোগে প্রস্তুত হচ্ছে জ্যামাইকায় অনুষ্ঠিতব্য সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য।
টেস্ট সিরিজ শেষ হওয়ার পরপরই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টেস্ট ও টি-২০ না খেললেও মাশরাফি এখনও পুরোদমে খেলছেন ওয়ানডে। তবে ক্রিকেট অঙ্গনে গুঞ্জন- এবার উইন্ডিজ সফরে নাও যেতে পারেন মাশরাফি!

এমন তথ্য দিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে দেশের শীর্ষ অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ। ঐ সংবাদমাধ্যমে দাবি অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘বিশ্বস্ত সূত্র’ জানিয়েছেন মাশরাফির সফরে না যাওয়ার এই আশঙ্কা।

সূত্র অনুযায়ী, মাশরাফি উইন্ডিজ সিরিজে অংশ না নিলে কারণটি হবে ‘ব্যক্তিগত’। আর সেই ব্যক্তিগত কারণ হল মাশরাফির স্ত্রী সুমনা হক সুমির অসুস্থতা।

‘ওয়েস্ট ইন্ডিজ (উইন্ডিজ) সিরিজে অনিশ্চিত মাশরাফি’- এই শিরোনামে ঐ খবরে সূত্র’র বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘ব্যক্তিগত কারণে মাশরাফি এই সিরিজে নাও অংশ নিতে পারে। ওর স্ত্রী অসুস্থ।’

১২ জুলাই শুরু হওয়া জ্যামাইকা টেস্ট শেষে বাংলাদেশ দল পাড়ি জমাবে গায়ানায়। সেখানে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২২ জুলাই। একই ভেন্যুতে ২৫ জুলাই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, সেন্ট কিটসে। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে, যার দুটি ম্যাচের ভেন্যু যুক্তরাষ্ট্র।

সূত্রের খবর বাস্তব হলে অর্থাৎ মাশরাফি উইন্ডিজ সফরের দলে যোগ না দিলে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ওয়ানডে ফরম্যাটে দলের সহ-অধিনায়ক এবং টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। তবে সবার প্রত্যাশা থাকবে একটাই- মাশরাফির পরিবারের সুস্থতার পাশাপাশি নিশ্চিত হোক তার সফরও।