মালয়েশিয়া প্রবাসীদের জন্য চরম দুঃসংবাদ!

দেশের সার্বভৌমত্ম এবং নিরাপত্তা রক্ষায় কোনো আপোষ করা হবে না। অবৈধ বিদেশিদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। অভিবাসন বিভাগ তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে বলে জানিয়েছে মালয়েশিয়া। দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তাফার আলী এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, যখন অবৈধ বিদেশিদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় তখন অনেকের কাছ থেকে আমাদের নানা রকম কথা শুনতে হয়।

‘বিদেশী কর্মীদের নিয়োগের সুযোগ এবং প্রবিধান প্রদান করা হয়েছে। তারা অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার কর্তৃক প্রদত্ত শর্তের সঙ্গে সম্পৃক্ত হওয়া উচিৎ’ উল্লেখ করে মোস্তাফার আলী বলেন, মালয়েশিয়ায় তাদের প্রয়োজন, তবে নিয়োগকর্তাদের শ্রমিক নিয়োগ প্রক্রিয়া আইন অনুযায়ী করতে হবে।

এদিকে গত ১ জুলাই থেকে শুরু হওয়া মেগা-থ্রি অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে মালয়েশিয়ান বার কাউন্সিল।

শুক্রবার সরকারকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অপারেশন বন্ধের আহ্বার জানিয়ে মালয়েশিয়ান বার কাউন্সিল সভাপতি জর্জ ভুরুগুসে বলেন, বেশিরভাগ অভিবাসীর বৈধ নথি গ্রহণের কোনো উপায় নেই। তাদের নিয়োগকর্তাদের উপর নির্ভর করতে হয়।