ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচে ভবিষ্যদ্বাণীতে এ কি বললো আধ্যাত্মিক বিড়াল!

২০১৮ রাশিয়া বিশ্বকাপে আজ রাতে সেমি ফাইনালে খেলবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এই মুহূর্তে ফুটবল ছাড়া আর অন্য কিছুই নেই আলোচনায়।ইংল্যান্ডে একটি আধ্যাত্মিক বিড়াল ফিনিক্সকে তাদেরই একটি টেলিভিশন প্রোগ্রামে হাজির করা হয়েছিল।
সে নাকি আবার ভুল করে না ভবিষ্যদ্বাণীতে।আসলে কি বলতে চাইল ক্রোয়েশিয়ার বিপক্ষে বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড জিতবে নাকি হারবে? নাকি টাইব্রেকার আছে ভাগ্যে? নাকি বিদায়!

লরাইন কেলির অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়। বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে ওখানেও বিস্তর ফুটবল। মঙ্গলবার রাতে বিড়ালটিকে অনুষ্ঠানে আনা হলো। একটি টেবিলের উপর দুইপাশে দুটি পাত্র।
তার মধ্যে খাবার। আর একটি পাত্রে দাঁড়িয়ে ইংল্যান্ডের পতাকা, অন্যটিতে ক্রোয়েশিয়ার। সেই টেবিলে উঠিয়ে দেওয়া হয় ফিনিক্সকে। সবাই আগ্রহ নিয়ে অপেক্ষায় কি করে সে।

ওই অনুষ্ঠানের দর্শকরা প্রথমে সোল্লাসে লাফিয়ে উঠলেন। হেলে দুলে ইংল্যান্ডের পাত্র ও পতাকার দিকে গেল ফিনিক্স। খাবার দেখল। তারপর কি ভেবে হঠাৎ ওই খাবারে মুখ না দিয়ে মুখ ও শরীর ঘুরিয়ে ফেলল।

টুকটুক করে এগিয়ে গেল ক্রোয়েশিয়ার পাত্রের দিকে। তারপর একটু কি ভেবে মুখ ডুবালো ওই পাত্রে, খাবার খেতে শুরু করল।ফিনিক্সের এই কাণ্ডে দর্শকরা কি ভেবে নেবেন? ১-১ এ সেমি ফাইনাল ড্র হওয়ার পর খেলা যাবে টাইব্রেকে?

১৯৬৬ বিশ্বকাপ জয়ের ফাইনালে ওঠার পর আবার ফাইনালে উঠতে তাহলে হ্যারি কেনের দলকে টাইব্রেক নামের ভাগ্যের পরীক্ষায় নামতে হবে?এ নিয়ে সামাজিক মাধ্যমে যথারীতি আলোচনা।ইংলিশ মাধ্যমেও খবরটা দ্রুত ছড়িয়েছে।