সাতদিনের সাজা দিয়ে পাঠানো হয়েছিল কারাগারে। কিন্তু সাজা শেষ হওয়ার আগেই চারদিনের মাথায় দুনিয়া ছেড়ে চলে যেতে হলো তাঁকে।
গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মারা যান জেলা কারাগারের কয়েদি মেশবাহুল হক ফারুক মাস্টার (৪৫)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর ভূতপুকুর গ্রামে।
চাঁপাইনবাবগঞ্জ কারাগারের চিকিৎসক ডা. অসিত সরকার জানান, সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মেশবাহুল প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাত পৌনে ১টার দিকে সেখানে তিনি মারা যান।
ডা. অসিত জানান, ফারুক মাস্টার দীর্ঘদিন ধরে অ্যাজমা রোগে ভুগছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মেশবাহুল হকসহ ছয়জনকে আটক করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিনের কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার আব্দুর রহিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সদর আধুনিক হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।